
সিরিঞ্জ না পেয়ে ভ্যাকসিনের সুযোগ হারালো ?
ব্যুরো নিউজ ১২ জুন: গরম, ধোঁয়া, আর হালকা আতঙ্কের মধ্যে মানিকচকের মথুরাপুর রায়পাড়ার সাব-সেন্টারে ঘটে গেল এক ভয়াবহ গাফিলতির ঘটনা—সিরিঞ্জ না পাওয়ায় শিশুদের জরুরি ভ্যাকসিন দেওয়া বন্ধ রাখা হলো! প্রয়োজনীয় সময় আগেই পৌঁছে থাকা মা ও শিশুরা দাঁড়িয়ে থাকল দীর্ঘক্ষণ, তবে “সিরিঞ্জ নেই”—এই অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া হলো। বরং স্বাস্থ্যকর্মীরা বললেন, “সিরিঞ্জ কিনে আনলে ভ্যাকসিন দেব।” ফলে বাজার ঘুরেও সঠিক