মন শান্ত রাখতে এবং শরীরের ব্যথা কমাতে এই শক্তিশালী আসনটি করুন
ব্যুরো নিউজ,২৩ জানুয়ারি :বিভিন্ন কাজে মন দেওয়ার সময় মনে আসে নানা বিভ্রান্তি। অনেক সময় পড়াশোনা বা রান্না করার সময় মন এক জায়গায় স্থির থাকে না, আর মন যদি কাজ না করে, তাহলে সেগুলি ‘মনের মতো’ হয় না। শিশুরা স্বভাবতই বেখেয়ালী হয়, তাই তাদের মনকে এক জায়গায় রাখা বেশ কঠিন। তবে প্রাপ্তবয়স্কদেরও মনকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করা সব সময় সম্ভব হয় না।