জয়নগরের মোয়া আসল নাকি নকল? চেনার সহজ উপায় জানুন
ব্যুরো নিউজ,২৬ ডিসেম্বর:শীতকাল মানেই নানা ধরনের সুস্বাদু মিষ্টির উপস্থিতি। সেই তালিকায় এক অন্যতম জনপ্রিয় নাম হলো ‘জয়নগরের মোয়া’। এই মোয়া একসময় শুধুমাত্র বাঙালি বাড়ির খাবার তালিকাতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন তা দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও পৌঁছে গেছে। তবে, যে মোয়ার প্যাকেটে বড় বড় করে লেখা থাকে ‘জয়নগরের মোয়া’, তা কি সব সময় আসল হয়? আসল এবং নকল মোয়া চেনার