বারবার নকল সাবুদানা কিনে ঠকছেন? জেনে নিন অরিজিনাল সাবুদানা চেনার উপায় !
ব্যুরো নিউজ, ৩০ এপ্রিল, পুস্পিতা বড়াল: বারবার নকল সাবুদানা কিনছেন? খেয়েও যেনো শান্তি পাচ্ছেন না! আজকে আপনাদের জানাবো কীভাবে আসল সাবুদানা এবং নকল সাবুদানা চিনবেন? প্রথমেই বলবো অরিজিনাল সাবুদানা দেখতে কেমন হবে। অরিজিনাল সাবুদানা হবে জলের মতো স্বচ্ছ কাচের টুকরোর মত। প্রথম দেখায় প্লাস্টিকের দানাও ভেবে ফেলতে পারেন অনেকেই (ভয় নেই এটাই অরিজিনাল সাবুদানার প্রধান বৈশিষ্ট্য ) কীভাবে চিনবেন অরিজিনাল