
পাকিস্তান থেকে বিরাটি: আজ়াদের ২০ হাজার ফাইল ঘিরে তদন্তে নয়া মোড়
ব্যুরো নিউজ ৮ মে: ভুয়ো পাসপোর্ট কাণ্ডে বড়সড় অগ্রগতি ঘটাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিরাটির বাসিন্দা এবং অন্যতম অভিযুক্ত আজ়াদ মল্লিকের মোবাইল ফোন থেকে উদ্ধার হল প্রায় ২০ হাজার গুরুত্বপূর্ণ নথি, ছবি, ইমেল এবং অডিয়ো ক্লিপ। এই নথিগুলির বিশ্লেষণ এখন নতুন দিক খুলে দিতে পারে তদন্তের পথে। ইডি সূত্রের দাবি, এই কাণ্ডের শিকড় শুধু ভারত নয়, ছড়িয়ে রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানেও।