
সিকিম পর্যটন বিপর্যস্ত: লাচেন-লাচুংয়ে ধস, আটকে শত শত গাড়ি
ব্যুরো নিউজ ২৩ মে : দক্ষিণবঙ্গের ভ্যাপসা গরম থেকে বাঁচতে যারা সিকিমের ঠান্ডা পাহাড়ে পাড়ি দিয়েছিলেন, তাদের আনন্দ আপাতত আতঙ্কে পরিণত হয়েছে। নতুন করে ধস নামায় পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে লাচুং ও লাচেনের রাস্তা। মঙ্গলবার থেকে আর কোনো নতুন পারমিট ইস্যু করা হচ্ছে না, এমনকি পুরোনো পারমিট নিয়েও পর্যটকরা এখন এই দুই জনপ্রিয় স্পটে যেতে পারবেন না। আর





























