
এইবার শীতের একদিন ছুটি কাটানোর জন্য ঘুরে আসতে পারেন গাদিয়াড়া
ব্যুরো নিউজ, ৪ নভেম্ববর :শীত মানেই বাঙালির চড়ুইভাতির মরশুম। কলকাতা থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে অবস্থিত হাওড়া জেলার মনোরম পর্যটন কেন্দ্র গাদিয়াড়া। রূপনারায়ণ, ভাগীরথী এবং হুগলি নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই জায়গাটি শীতের দিনে পিকনিকের জন্য আদর্শ। এখানে একদিকে নদীর মিঠে হাওয়া অন্যদিকে শীতের মিঠে রোদ, আর তার সঙ্গে যদি থাকে চা-কফি, মাংস কষা কিংবা পকোড়া—তাহলেই জমে ওঠে বাঙালির পিকনিকের আসর।




























