
জাতীয় গেমসে বাংলার সাঁতার দলে নতুন বিতর্ক, সৌবৃতি মণ্ডলের অভিযোগ
ব্যুরো নিউজ,৪ ফেব্রুয়ারি: জাতীয় গেমসে সাঁতার নিয়ে আবারও বিতর্কে জড়াল বাংলা। সাঁতারের এক ইভেন্টে দুটি সোনা জয়ী সৌবৃতি মণ্ডল যখন মহিলা রিলে রেসে অংশ নিতে যাচ্ছিলেন, তখনই সঙ্গী প্রতিযোগী স্বস্তিকা দাসের সঙ্গে ঝামেলায় পড়ে দলকে বাতিল করে দেয় আয়োজকরা। কল রুমে সৌবৃতির সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ উঠেছে স্বস্তিকার বিরুদ্ধে। তবে সাঁতার সংস্থার কর্তা রামানুজ মুখোপাধ্যায় এই অভিযোগ অস্বীকার করেছেন।





























