
৭ কোটি টাকার চেক বাউন্স মামলায় গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার সেহবাগের ভাই!
ব্যুরো নিউজ,৭ ফেব্রুয়ারি :ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের ছোট ভাই বিনোদ সেহবাগ চেক বাউন্স মামলায় গ্রেফতার হয়েছেন। চণ্ডীগড়ের মনিমাঝরা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে আদালতে হাজির করেছে, যেখানে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। আইপিএলে ইডেনে নাইট রাইডার্সের ম্যাচের টিকিটের দাম বাড়ল, রামনবমীতেও ম্যাচ অপরিবর্তিত ৭ কোটি টাকার চেক বাউন্স, আদালতের নির্দেশ বিনোদ সেহবাগ দিল্লির বাসিন্দা এবং ‘জাল্টা ফুড অ্যান্ড বেভারেজেস’




























