
“এটি যুদ্ধের যুগ নয়, তবে সন্ত্রাসবাদের যুগও নয়”: প্রধানমন্ত্রী মোদীর পাকিস্তানের উদ্দেশ্যে সরাসরি বার্তা।
সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনর্বার বলেছেন যে এটি যুদ্ধের যুগ নয়, পাশাপাশি তিনি জোর দিয়ে উল্লেখ করেছেন যে এটি সন্ত্রাসবাদের যুগও নয়। তার ভাষণে মোদী বোলেন যে ভারত কোনো পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না এবং পাকিস্তানের সন্ত্রাসের সঙ্গে সংযোগ ফাঁস করে বলেন,“যখন উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা নিহত সন্ত্রাসীদের বিদায় জানান, তখন গোটা বিশ্ব পাকিস্তানের সেই নোংরা সত্য দেখেছে;