
Defence ; ভারতীয় নৌসেনার নব রণতরী আইএনএস তমালের উদ্বোধন হল রাশিয়ায় ! জানুন বিশেষত্ব
ব্যুরো নিউজ ০১ জুলাই : ভারতীয় নৌবাহিনী আজ রাশিয়ার কালিনিনগ্রাদের ইয়ান্তার শিপইয়ার্ডে তাদের অত্যাধুনিক স্টেলথ মাল্টি-রোল ফ্রিগেট “তমাল” উদ্বোধন করেছে। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জে সিং। এছাড়াও ভারত ও রাশিয়ার উচ্চপদস্থ সরকারি ও প্রতিরক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‘তমাল‘ নামের অর্থ কী? জাহাজটির নাম ‘তমাল’ ভারতীয় পুরাণের দেবরাজ ইন্দ্রের ব্যবহৃত এক