
স্কুল শিক্ষকদের জন্য পথ পুকুর নিয়ে অভিনব নির্দেশিকা শিক্ষা দপ্তরের! পথ কুকুরদের হাত থেকে বাঁচার দাওয়াইও দিলেন
ব্যুরো নিউজ,১ এপ্রিল : শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পথকুকুর নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর। স্কুলে যাওয়া-আসার পথে কিভাবে রাস্তার কুকুর থেকে সচেতন থাকতে হবে, সেই বিষয়ে এবার শিক্ষকদেরই দায়িত্ব নিতে হবে। পথকুকুর নিয়ে পড়ুয়াদের সতর্ক করতে স্কুলের শিক্ষক ও কর্মীদের সচেতনতা মূলক প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। Today’s gold rate: দিনে দিনে সোনা রুপোর দাম মধ্যবিত্তের সাধ্যের বাইরে