
হিংসার ছায়া পেরিয়ে সাফল্যের আলোয় কাফি, চোখে এখন আইএএস হওয়ার স্বপ্ন
ব্যুরো নিউজ ১৪ মে: চণ্ডীগড়ের এক অন্ধবিদ্যালয়ের ছাত্রী কাফি প্রমাণ করে দিল, ইচ্ছাশক্তি থাকলে কোনও প্রতিকূলতাই থামাতে পারে না স্বপ্নপূরণকে। একসময়ে যে কিশোরী অ্যাসিড হামলার শিকার হয়ে চোখের দৃষ্টি হারিয়েছিল, সেই আজ নিজেকে প্রমাণ করেছে এক অনুপ্রেরণার নাম হিসেবে। ১৭ বছর বয়সী কাফি এবার দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় ৯৫.৬ শতাংশ নম্বর পেয়ে সবার নজর কেড়েছে। চণ্ডীগড়ের সেক্টর ২৬-এর ব্লাইন্ড স্কুলের