
প্রকৃতির রূপকথা ও পাহাড়ের শান্তি খুঁজতে ঘুরে আসুন সরণ্ডা থেকে।
ব্যুরো নিউজ,২০ মার্চ : ওড়িশা ও ঝাড়খণ্ডের সীমান্তে, যেখানে প্রকৃতি তার প্রাচীন সৌন্দর্য তুলে ধরেছে, সেই সৌন্দর্যের সাক্ষী হয়ে আছে সারান্ডা। চারপাশে ঘন জঙ্গল। তার মাঝ দিয়ে চলে পিচের রাস্তা। পথের বাঁকে যেখানে নিচে নামছে, সেখান থেকে উঠছে আরেকটি রাস্তা। মিনিট দু-তিন হাঁটলেই দেখা মিলবে একটি বাঁধানো চত্বর, যা রেলিং দিয়ে ঘেরা। সেখান থেকে নিচে তাকালে, পাহাড়ের ঢাল নামছে গভীর