
জিলিপি-পাঁপড়ের আকর্ষণ ও জগন্নাথ দেবের মুখের স্বাদ বদলের গল্প !
ব্যুরো নিউজ ২৭ জুন: রথযাত্রা মানেই উৎসবের এক ভিন্ন মেজাজ। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে চাপিয়ে এই দিনটি উদযাপন করা হয়। শুধু পুরী নয়, ভারতের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বাংলার ঘরে ঘরে ও পথে-ঘাটে রথযাত্রা ঘিরে এক বিশেষ উন্মাদনা চোখে পড়ার মতো। পাড়ায় পাড়ায় ছোট রথ টানার ছবি যেমন পরিচিত, তেমনই অনেক এলাকায় রথ উপলক্ষে বসে বর্ণাঢ্য মেলা। এই মেলাগুলির