
অযোধ্যায় রাম দরবার প্রাণ প্রতিষ্ঠা শুরু: সম্পূর্ণ হল মন্দির চত্বর, যোগী আদিত্যনাথের অংশগ্রহণ!
ব্যুরো নিউজ ৩ জুন : রাম জন্মভূমি অযোধ্যায় আজ থেকে শুরু হলো এক যুগান্তকারী অধ্যায়—তিন দিনব্যাপী রাম দরবার প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব। গত বছরের ২২ জানুয়ারিতে রাম লালার দৈবিক প্রাণপ্রতিষ্ঠার পর এটি আরও একটি ঐতিহাসিক মাইলফলক। এই মহাযজ্ঞের মধ্য দিয়ে কেবল রাম দরবারই নয়, রাম মন্দির কমপ্লেক্সের অভ্যন্তরে নবনির্মিত আটটি মন্দিরের দেব-দেবীর বিগ্রহও স্থাপিত হবে। এটি মন্দির নির্মাণ প্রকল্পের সমাপ্তি এবং