
Hanumanji : ভারতের যেসব স্থানে বজরং স্মৃতি এবং উপস্থিতি এখনও অবিচল !
ব্যুরো নিউজ ০৮ জুলাই ২০২৫ : হিন্দু পুরাণ অনুসারে, বহু দেব-দেবী স্বর্গীয় ধামে বাস করেন, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। কিন্তু শ্রী হনুমান ব্যতিক্রম। তিনি चिरঞ্জীবি, অর্থাৎ অমর। ভগবান রামচন্দ্রের প্রতি তাঁর অগাধ ভক্তির কারণে তিনি পৃথিবীতে অনন্ত জীবন লাভের বর পান। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে রামের শেষ ভক্তের যতক্ষণ না খেয়াল রাখা হচ্ছে, ততক্ষণ তিনি এই জগৎ ত্যাগ করবেন