
মার্গশীর্ষ অমাবস্যা তিথিতে কিছু টোটকা রয়েছে যা পালন করলে পিতৃপুরুষের তুষ্টি পাওয়া যায়, কি সেই টোটকা ?
ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর : ২০২৪ সালের অগ্রহায়ণ মাসে আসতে চলেছে মার্গশীর্ষ অমাবস্যা। এই অমাবস্যা তিথি বিশেষ গুরুত্ব বহন করে কারণ এটি শ্রীবিষ্ণুর প্রিয় মাস হিসেবে পরিচিত এবং এই সময়কালে ব্রহ্ম মুহূর্তে স্নান ও দানের রীতি রয়েছে। পিতৃপুরুষের শান্তি কামনায় অনেকেই এই দিনটিতে বিশেষ পূজা ও তর্পণ করেন। চলতি বছর মার্গশীর্ষ অমাবস্যা ৩০ নভেম্বর শনিবার পড়ছে। অমাবস্যা তিথি ৩০ নভেম্বর