মহাকাশে ছড়ানো হচ্ছে জঞ্জাল | জরিমানা করল আমেরিকা
ব্যুরো নিউজ, ১০ অক্টোবর: মহাকাশে ছড়ানো হচ্ছে জঞ্জাল | জরিমানা করল আমেরিকা এই প্রথম মহাকাশে জঞ্জাল ছড়ানোর অভিযোগ তুলে জরিমানা করল আমেরিকা। বর্ধমানে ধর্মঘটের ডাক মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ। সেই সব উপগ্রহ তাদের টাস্ক শেষ করার পর, সেটিকে মহাকাশেই চীর নিদ্রায় পাঠিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, ডিশ নামে এক সংস্থা ২০০২ সালে কৃত্রিম উপগ্রহ পাঠায়। ৫ বছর হল