জাতি-ধর্ম নির্বিশেষে মায়ের আরাধনা | হিন্দু-মুসলিম যোগে একসঙ্গে পুজো
ব্যুরো নিউজ, ২২ অক্টোবর: জাতি-ধর্ম নির্বিশেষে মায়ের আরাধনা | হিন্দু-মুসলিম যোগে একসঙ্গে পুজো বিদ্যাধরীর তীরে শতাব্দী প্রাচীন দুর্গা মণ্ডপ ও পীর গোরাচাঁদের মাজার শরীফ উভয় সম্প্রদায়ের হাতে পুঁজিত হন দেবী দুর্গা। পুজোতেও পথে বঞ্চিতরা | পাশে সেলিম বিদ্যাধরী নদীর পাড়ে সম্প্রীতির অনন্য নজির হাড়োয়া, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের হাড়োয়া বাজার কমিটির উদ্যোগে ৭৯ বছরে দুর্গাপুজো। এখানে রয়েছে