৪০ তম বর্ষে পদার্পণ সোনারপুর মিলন পল্লীর দুর্গাপুজোর
ব্যুরো নিউজ, ২৪ অক্টোবর: ৪০ তম বর্ষে পদার্পণ সোনারপুর মিলন পল্লীর দুর্গাপুজোর সোনারপুর মিলন পল্লী তাদের দুর্গাপূজায় এবার ৪০ তম বর্ষে পদার্পণ করল। এবারে তাদের নতুন ভাবনা নিয়ে এসেছে প্যারিসের আইফেল টাওয়ার এর আদলে এই পুজো মন্ডপ। গত বছর ভালো থিম করার জন্য ইউনেস্কো থেকে সম্মানিত করা হয়েছিলো এই পুজো মন্ডপকে। সোনারপুর এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘের থিমে চমক সেই