
শর্মিষ্ঠা পানোলি মামলা: বার কাউন্সিল প্রধানের সমর্থন, দ্রুত মুক্তির দাবি; কী জানা যাচ্ছে?
ব্যুরো নিউজ ২ জুন : “অপারেশন সিঁদুর” সংক্রান্ত সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া ২২ বছর বয়সী ইনফ্লুয়েন্সার ও আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানোলি বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। এই মামলার সাম্প্রতিকতম অগ্রগতিতে, বার কাউন্সিল অফ ইন্ডিয়া (BCI)-এর চেয়ারম্যান মানন কুমার মিশ্র পুনের এই আইন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর অবিলম্বে মুক্তি দাবি করেছেন। বার কাউন্সিল প্রধানের সমর্থন রাজ্যসভার সদস্য এবং বরিষ্ঠ