
CAA : ৩৫ বছর পর নাগরিকত্ব পেলেন নদিয়ার উদ্বাস্তু দম্পতি; খুশি বিজেপি, সুপ্রিম কোর্টে CAA সংক্রান্ত বিশেষ SIR-এর আবেদন।
ব্যুরো নিউজ, ০৮ই ডিসেম্বর ২০২৫ : দীর্ঘ ৩৫ বছর ধরে নদিয়া জেলার তাহেরপুর থানার কামগাছি জয়পুর এলাকায় বসবাস করার পর অবশেষে ভারতীয় নাগরিকত্ব পেলেন এক বাংলাদেশি দম্পতি। বাংলাদেশের সানা্তনপুরের বাসিন্দা লতুরাম শিকদার এবং পণ্ডিতপুরের বাসিন্দা তাঁর স্ত্রী পদ্মা শিকদার সোমবার নাগরিকত্ব শংসাপত্র হাতে পেয়ে গভীর স্বস্তি প্রকাশ করেছেন। দম্পতি জানান, তাঁরা ভারতে আসার কয়েক বছর পরেই আধার কার্ড পেয়েছিলেন, কিন্তু




























