বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

kolkata metro use upi

ডিজিটাল ব্যবস্থাই ছুটছে কলকাতা মেট্রো: ক্রমশ জনপ্রিয় হচ্ছে UPI

ব্যুরো নিউজ,২৬ জুলাই: কলকাতা ক্রমশ বদলে যাচ্ছে। আর তার সঙ্গে তাল মিলিয়ে বদলাচ্ছে দেশের প্রাচীনতম কলকাতা মেট্রো। ডিজিটাল ব্যবস্থা দিকে মোড় কলকাতার মেট্রো। যাত্রীদের সুবিধার্থে এই ব্যবস্থা চালু করা হয়েছে। কলকাতা মেট্রো। এক ভিডিয়ো মাধ্যমে বিষয়টি বিস্তারিত জানিয়েছেন মেট্রো রেল মুখ্যজনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। কলকাতা হাইকোর্টে কাজ বন্ধ বিচারপতির ক্ষোভ এই সুবিধা কিভাবে পাবেন ক্রমশ বদলাচ্ছে কলকাতা। আর তার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে দেশের প্রাচীনতম কলকাতা মেট্রো রেল। ক্রমে ক্রমে ডিজিটাল ব্যবস্থার দিকে ঝুঁকছে মেট্রো রেল। কৌশিক বিদ্রোহ একটি ডিজিটাল ভিডিয়ো মাধ্যমে জানান,”স্মার্ট কার্ড রিচার্জ করা বা টোকেন কেনার সময় সঙ্গে যদি পর্যাপ্ত খুচরো না থাকে তাহলে তা ইউপিআই পদ্ধতিতে করে নেওয়া যাবে”। সেক্ষেত্রে যাত্রীকে গিয়ে কাউন্টারে জানাতে হবে যে সে ইউপিআইকে পেমেন্ট করতে চায়। তারপর কাউন্টারে বসে থাকা মেট্রো কর্মী তাঁকে একটি কোড দেবেন, যেটা ভেসে উঠবে স্ক্রিনে। আর সেই কোড স্ক্যান করলেই করা যাবে পেমেন্ট। সমস্ত কাউন্টারেই এই সুবিধা রাখা হয়েছে বলে জানায় মেট্রো রেল কর্তৃপক্ষ। জামালের প্রাসাদে জলের ট্যাঙ্ক নাকি গুপ্তধনের ঝাঁপি এই ব্যবস্থা চালু হয়েছে অরেঞ্জ ও পার্পল লাইনে।মেট্রো রেল জানিয়েছে যে, ইউপিআই পদ্ধতিতে পেমেন্টের ক্ষেত্রে যাত্রীরা ব্যাপক সাড়া দিয়েছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে মেট্রো জানায়, ইউপিআই পদ্ধতি চালু হওয়ার পর থেকে এই সিস্টেমে পেমেন্ট করার ক্ষেত্রে যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানান যে, এই জুলাই মাসে প্রায় ২৬% যাত্রী UPI ব্যবহার করেছেন। লক্ষ্য করা গেছে, দক্ষিণেশ্বর, বরানগর, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার, গীতাঞ্জলি, শিয়ালদহ, হাওড়া এবং হাওড়া ময়দান স্টেশনে সব থেকে বেশি সংখ্যক যাত্রী টোকেন, স্মার্ট কার্ড ক্রয় এবং স্মার্ট কার্ড রিচার্জ করার ক্ষেত্রে এই নতুন ব্যবস্থার সাহায্য নিচ্ছেন।

আরো পড়ুন »
bidhansava assembly update

ফিরহাদের মন্তব্য: বিধানসভায় বিজেপির প্রতিবাদ

ব্যুরো নিউজ,২৬ জুলাই: রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ধর্মীয় উস্কানি মূলক মন্তব্যের বিরুদ্ধে বিধানসভায় বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি বিধায়করা। এই বিক্ষোভে নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।শুক্রবার শুভেন্দু সহ বিজেপি বিধায়কেরা সকলেই গীতা হাতে স্বামী বিবেকানন্দের বক্তব্য উদ্ধৃত করে তীব্র প্রতিবাদ জানান। সুকান্তের দাবি নিয়ে সিপিএমের স্ট‍্যান্ড কি?খোলসা করলেন বাম নেতা অশোক ভট্টাচার্য্য ক্ষোভে ফেটে পড়ে হিন্দু সমাজ উল্লেখ্য কয়েকদিন আগে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে ফিরহাদ বলেন ইসলাম হয়ে না জন্মালে তারা দুর্ভাগা আর তাতে তৈরি হয় রাজ্যজুড়ে তীব্র বিতর্ক। ক্ষোভে ফেটে পড়ে হিন্দু সমাজ। বিজেপির পক্ষ থেকে বলা হয় ফিরহাদের স্ত্রী একজন হিন্দু পরিবারের মহিলা। ফিরহাদ তার স্ত্রীসহ সমস্ত হিন্দু সম্প্রদায়কে অপমান করেছেন তার সাথে বিতর্ক ও তৈরি করেছেন। হিন্দু বাঁচান,বাংলার মুসলিমরা অত‍্যাচার করছে, ফের বাংলা ভাগের ভয়ঙ্কর দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এদিন বিধানসভায় সে বিষয়টিকেই আলোচনার কেন্দ্রে আনার চেষ্টা করেছে বিজেপি। প্রতিবাদ করতে গিয়ে বিজেপি বিধায়কেরা বলেন স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন আমি হিন্দু একথা প্রকাশ্যে বলো।গীতা হাতে সমস্ত বিধায়ক রাই সেকথা উল্লেখ করে বলেন ফিরহাদের বক্তব্য মন্ত্রিসুলভ নয় এবং ধর্মীয় উস্কানিমূলক। ফিরহাদ হাকিমকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন অন্যথায় মন্ত্রী ও মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার দাবি জানিয়েছেন।

আরো পড়ুন »
kolkata highcourt update

কলকাতা হাইকোর্টে কাজ বন্ধ বিচারপতির ক্ষোভ

ব্যুরো নিউজ,২৬ জুলাই: চলতি সপ্তাহের শুরু থেকেই কলকাতা হাইকোর্টে কাজ বন্ধের বিরুদ্ধে এবার প্রতিবাদ জানালেন বিচারপতি। গত সোমবার থেকে একটানা বার অ্যাসোসিয়েশনের কর্ম বিরতিতে কাজ বন্ধ। এক আইনজীবীর উপর পুলিশের জুলুমের প্রতিবাদে সোম ও মঙ্গলবার আইনজীবীরা কাজ বন্ধ রাখেন।দুই আইনজীবীর মৃত্যু ও বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত বিচারপতির শিবকান্ত প্র্সাদের মৃত্যুর ফলে কার্যত শিকেয় ওঠে হাইকোর্টের কাজ। বিচারকার্য হচ্ছে না। জামালের প্রাসাদে জলের ট্যাঙ্ক নাকি গুপ্তধনের ঝাঁপি বিচারপতির ভয়ংকর অভিযোগ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাএীকে ছুরির কোপ, চেষ্টা অ্যাতঘাতীর? এর প্রতিবাদে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি তার  এজলাসে বসে বলেন ভয়ের পরিবেশ তৈরি করে শোক প্রকাশের নামে কর্মবিরতি হচ্ছে। উল্লেখ্য, ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় এক আইনজীবীকে শারীরিকভাবে নিগ্রহ করে এক পুলিশ কর্মী। তাকে অবশ্য পরে হাইকোর্টে এসে ক্ষমা চাইতে হয়। তবে সেই ঘটনার জেরে পরপর তিনদিন সোমবার থেকে কর্ম বিরতি শুরু করেন আইনজীবীরা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি শিব্কান্ত  প্র্সাদের মৃত্যু হলে তার স্মরণে কাজ বন্ধ থাকে। শুক্রবার তার দেহ আনা হয় কলকাতা হাইকোর্টে সেখানে আইনজীবী ও বর্তমান বিচারপতিরা শোক জ্ঞাপন করেন। সেজন্য ব্যাহত হচ্ছে হাইকোর্টের বিচারকার্য।

আরো পড়ুন »
sonarpure jamal palace

জামালের প্রাসাদে জলের ট্যাঙ্ক নাকি গুপ্তধনের ঝাঁপি

ব্যুরো নিউজ,২৬ জুলাই:কুলতলীতে সাদ্দামের খাটের নিচে সুরঙ্গের পর এবার পাতালঘরের সন্ধান মিলল সোনারপুরের জামালের বাড়িতে। কয়েকদিন আগে সোনারপুর থানার পুলিশ জামালের প্রাসাদোপম বাড়ির সন্ধান পেয়েছিল। এদিন শুক্রবার ভোরে, জামাল উদ্দিনকে নিয়ে তার সেই প্রাসাদোপম বাড়িতে  অভিযান চালায় সোনারপুর থানার পুলিশ। গোটা বাড়ি তল্লাশি করা পর বাড়ির নিচ একটি পাতালঘরের সন্ধান পায় পুলিশ। ওই সময় জামাল জানান, ওই গুপ্ত ঘর আসলে নাকি জলের ট্যাঙ্ক। পুলিশ খতিয়ে দেখছে যে ওই গুপ্ত ঘর সত্যি জলের ট্যাঙ্ক কি না, নাকি সেখানে কিছু গুপ্তধন লুকিয়ে রেখেছে জামাল। এই তল্লাশি কে কেন্দ্র করে এলাকায় স্পেশাল পুলিশ ফোর্স ইতিমধ্যে মোতায়ন করা হয়েছে। পুলিশের হাতে ভয়ংকর তথ্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাএীকে ছুরির কোপ, চেষ্টা অ্যাতঘাতীর? পুলিশ যত তল্লাশি চালাচ্ছে তার প্রাসাদোপম বাড়িতে ততই অবাক হচ্ছে।সন্ধান মেলে বাড়ির ভিতরে বিরাট এক সুইমিং পুল তার মধ্যে পোষা হয় কচ্ছপ। যা একেবারেই নিষিদ্ধ। আবার একটি ঘোড়াও রয়েছে তার। আলাদা আলাদা কর্মী রয়েছে পোষ্যগুলো দেখভাল করার জন্য। পুলিশ আগেই খবর পেয়েছিল যে তার বাড়িতে জলাশয়ের পাশে মাটির নিচে একটি ঘর আছে। তারপর সেটি খুঁড়াখুঁড়ি কাজ শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,বেশ কিছু সিসিটিভি ডিডিআর বা নানা ভিডিও রেকর্ড পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি জলের ট্যাংকের সন্ধান পেয়ে, সেগুলি খুলে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ১৫ হাজার লিটার একটি বিশাল জলের ট্যাঙ্কে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র পেয়েছে তারা । সুকান্তের দাবি নিয়ে সিপিএমের স্ট‍্যান্ড কি?খোলসা করলেন বাম নেতা অশোক ভট্টাচার্য্য গত সপ্তাহেই জামালকে কলকাতার লেদার কমপ্লেক্স ও নরেন্দ্রপুর থানার বর্ডার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল।তাঁর বিরুদ্ধে হেনস্থা এবং তোলাবাজির অভিযোগ রয়েছে। এক স্থানীয় মহিলা জানান যে, জামাল তার কাছে প্রায় কয়েক হাজার টাকা দাবি করেছিলেন। টাকা দেওয়ার পরও তার স্বামীকে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয়েছিল। ওই মহিলা আরও ৫০০০ টাকা দিয়ে তার স্বামীকে জামালের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যান। পুলিশের হাতে আরও এক গুরুতর অভিযোগ উঠে আসে জামালের বিরুদ্ধে। অনেক গ্রামবাসী জামালের বিরুদ্ধ সালিশী সভা বসিয়ে হেনস্থা করা,ও তোলাবাজির অভিযোগ করেছেন। এমনকি জামালের নিজের মা এবং দাদা তার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এনেছে।

আরো পড়ুন »
ashok bhattachrya agree with sukanta

সুকান্তের দাবি নিয়ে সিপিএমের স্ট‍্যান্ড কি?খোলসা করলেন বাম নেতা অশোক ভট্টাচার্য্য

ব্যুরো নিউজ,২৬ জুলাই:বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্যকেই সমর্থন জানালেন একসময়ে সিপিআইএম আমলের মন্ত্রী এবং শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। তিনি বলেন, উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত, শোষিত, নিপীড়িত। উত্তরবঙ্গের মানুষ সম্মান চান, মর্যাদা চান। কোনোভাবেই উন্নয়ন হয় না উত্তরবঙ্গে। সেই বঞ্চনা থেকেই এর আগে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি সংসদের স্ট্যান্ডিং কমিটিতে এই দাবি তুলেছিলেন। যে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে উত্তরবঙ্গকে অন্তর্ভুক্ত করা হোক। তাহলে সেখানকার উন্নয়ন হবে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাএীকে ছুরির কোপ, চেষ্টা অ্যাতঘাতীর? কি বলেছেন বাম আমলের মন্ত্রী অশোক ভট্টাচার্য? বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন, উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়ে দেওয়া হোক। তাহলে কেন্দ্রীয় সরকারের এই ক্ষেত্রে যোজনার যে অধিকাংশ টাকা সেই সুফল লাভ করবে উত্তরবঙ্গের মানুষেরা। এই দাবি দীর্ঘদিনের। শুধুমাত্র সুকান্ত নন, বিজেপির দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তাও এই দাবি করেছেন। তবে বিজেপির বেশ কয়েকজন বিধায়ক সুকান্তর দাবিকে সমর্থন করেননি। তাহলে কি বাংলা ভাগের চক্রান্ত করছেন সুকান্ত মজুমদাররা? এই প্রশ্নের জবাবে একসময়ের বাম মন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, বাংলা ভাগের কথা বলছি না। কিন্তু সিকিম পাশের রাজ্য হয়ে যে সুবিধা পায়, তা দার্জিলিং কেন পাবে না? কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যে ৫০% অর্থ দেওয়া হয়। অথচ কেন্দ্রের সরাসরি কেন্দ্রশাসিত অঞ্চলে ৯০% টাকা বরাদ্দ করা হয়। যখন আমি মন্ত্রী ছিলাম, তখন সংসদের ট্যান্ডিং কমিটিতে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি এই দাবি তুলেছিলেন। হিন্দু বাঁচান,বাংলার মুসলিমরা অত‍্যাচার করছে, ফের বাংলা ভাগের ভয়ঙ্কর দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে আর এরপরেই শুরু হয়ে গিয়েছে চাপানউতোর। কারণ তৃণমূলের তরফে বলা হচ্ছে, বাংলা ভাগের চক্রান্তে এবার রাম-বাম এক হয়েছে। নির্বাচনের সময় যেভাবে সিপিআইএম বিজেপিকে সহযোগিতা করার চেষ্টা করেছে। এবার বাংলা ভাগের প্রশ্নে তারা এক সঙ্গে হাত ধরাধরি করে চলতে চাইছে। যদিও বিজেপির মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য ইতিমধ্যেই জানিয়েছেন, বিজেপি নীতিগতভাবে বাংলা ভাগকে সমর্থন করে না। তবে একদা সিপিআইএমের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের এই দাবি সুকান্ত মজুমদারের দাবিকে সমর্থন করলো কিনা, সেই প্রসঙ্গে তিনি বলেন, সুকান্ত মজুমদার কি বলেছেন জানিনা। তবে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি এই দাবি অনেক দিন আগেই করেছিলেন। এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে সুকান্তের মতকে নাম না করেও সমর্থন জানালেন অশোক ভট্টাচার্য।

আরো পড়ুন »
gourbanga univercity campus

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাএীকে ছুরির কোপ, চেষ্টা অ্যাতঘাতীর?

ব্যুরো নিউজ,২৬ জুলাই: মালদাহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় রক্তারক্তি। ক্যাম্পাসে ঢুকে ছাত্রীকে ধারালো ছুরির কোপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক যুবক।আচমকা আক্রমণের জেরে ঐ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। ঘটনার নেপথ্যের কারণ কি ছিল কথা বলার অধিকার নেই মুখ‍্যমন্ত্রীর?অভিযোগ আদালতে, তোলপাড় বাংলা তরুণী স্নাতকোত্তরের অংকের বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী অনুশ্রী চক্রবর্তী। আসামের বাসিন্দা। ওই ছাত্রী এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই একটি ভাড়া বাড়িতে থাকেন তিনি। হামলাকারী ওই যুবক গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র। তার নাম অলক মন্ডল। বাড়ি, মালদহের রতুয়ার সম্বলপুরে। গতকাল বিশ্ববিদ্যালয় সায়েন্স বিল্ডিং দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন ওই তরুণী। খবর সূত্রে জানা যায়, আচমকাই নাকি ওই তরুণীর ওপর মামলা চালায় এবং মেঝেতে লুটিয়ে পড়ে সেই তরুণী। হামলাকারী সেই তরুণীকে আত্মহত্যা করারও চেষ্টা চালায়। বিশ্ববিদ্যালয়ের ব্যালকানিতে রক্তারক্তি দেখে আতঙ্কিত হয়ে পড়েন সেই বিশ্ববিদ্যালয়ের উপস্থিত প্রায় সকলেই। খোদ কলকাতা শহরে রেশনের চাল পাচারকারী গ্রেফতার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনারস্থলে পৌছান বিশ্ববিদ্যালয় মেডিকেল টিমের সদস্য সুস্মিতা সরকার। ওই যুবক ও যুবতীকে উদ্ধার করে মালদার মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ওই ঘটনাটি শুনে বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্টার রাজিব পুততুন্ড জানান,”খবর পেয়ে তড়িঘড়ি করে সে ঘটনাস্থলে এসে দেখলেন রক্তাকান্ড ঘটেছে”। ইংরেজবাজার পুলিশ ঘটনাটি তদন্ত করছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। প্রায় অনুমান সূত্রে জানা যায়, দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, সম্পর্কে টানাপোড়ান ঘুরতে পারে। পুলিশ পুরুষ বিষয়টি খতিয়ে দেখছে।

আরো পড়ুন »
kolkata film festival

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে বাদ রাজ চক্রবর্তী?

ব্যুরো নিউজ, ২৫ জুলাই: এবছর কলকাতায় ৩০ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৪ ডিসেম্বর চলবে ১১ই ডিসেম্বর পর্যন্ত।ধনধান্য স্টেডিয়ামে উত্তম কুমারের প্রয়াণ দিবসের অনুষ্ঠানে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলার অধিকার নেই মুখ‍্যমন্ত্রীর?অভিযোগ আদালতে, তোলপাড় বাংলা কে গ্রহণ করবেন দায়িত্বভার কিন্তু এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন আর নেই পরিচালক রাজ চক্রবর্তী। তাহলে সেই দায়িত্বভার কে গ্রহণ করবেন? এই নিয়ে চলছিল বিস্তর জল্পনা। অবশেষে নাম প্রকাশে আনলেন মুখ্যমন্ত্রী নিজেই। ৩০ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন হলেন পরিচালক গৌতম ঘোষ এবং সহ চেয়ারপারসনের দায়িত্বভার নিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। খোদ কলকাতা শহরে রেশনের চাল পাচারকারী গ্রেফতার এদিন মমতা বাংলা চলচ্চিত্রে প্রসেনজিতের চার দশক ধরে অতুলনীয় অবদানের কথা তুলে ধরেছেন।প্রসঙ্গত উল্লেখ্য চলতি মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে ধনধান্য স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য মহানায়ক সম্মান পান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার পাশাপাশি সম্মান পান নচিকেতা, শুভাশিস মুখোপাধ্যায়, রচনা বন্দোপাধ্যায়, অম্বরিশ এবং রুক্মিণী মৈত্র। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ২০২৩ সাল পর্যন্ত মোট ২৩ জন অভিনেতা কে মহানায়ক সম্মানে সম্মানিত করা হয়েছে। এবং ১৪১ জন অভিনেতাকে বিশেষ চলচ্চিত্র পুরস্কারে ভূষিত করা হয়েছে।মহানায়ক উত্তম কুমার পুরস্কার প্রদান উৎসব প্রথম শুরু হয়েছিল ২০১২ সালে উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীর দিন। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল উত্তম মঞ্চে। এই অনুষ্ঠানটি মহা ধুমধাম এর সাথে প্রত্যেক বছর আয়োজিত হয়। বিভিন্ন কলা কুশলী থেকে বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের ও সমারহ ঘটে এই দিনটিতে।

আরো পড়ুন »
north bengal and sukanta majumder

উত্তরবঙ্গ কি তবে রাজ্যের বাইরে?

ব্যুরো নিউজ, ২৫ জুলাই: উত্তরবঙ্গের ৮ জেলাকে উত্তর-পূর্বের সাথে যুক্ত করার দাবি জানালেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ হয় সুকান্ত মজুমদারের। সাক্ষাতে পশ্চিম বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার সাথে সাথে উত্তরবঙ্গের উন্নয়নেরও কথা বলেন তিনি। খোদ কলকাতা শহরে রেশনের চাল পাচারকারী গ্রেফতার সুকান্তর আসল উদ্দেশ্য কি উত্তরবঙ্গের উন্নয়ন এতদিন হয়নি উত্তরবঙ্গের সাথে উত্তর-পূর্ব রাজ্যগুলির অনেক মিল আছে ফলে যদি উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের সাথে যুক্ত করা যায় তাহলে এলাকাগুলির উন্নয়নের সুবিধা হবে বলে মনে করেন সুকান্ত মজুমদার। শিক্ষা মন্ত্রকের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীও তিনি। সুকান্তের লোকসভা এলাকা বালুরঘাট সেটা উত্তরবঙ্গেই, ফলে তার মন্ত্রকের অধীনে উত্তরবঙ্গ কে নিতে পারলে নিজের এলাকার উন্নয়নেও কাজ করতে পারবেন বলে মনে করেন সুকান্ত। তিনি আরো বলেন উত্তর-পূর্ব ভারতের উন্নতির জন্য কেন্দ্রীয় সরকার অনেক বেশি অর্থ বরাদ্দ করেছে। উত্তরবঙ্গকে যদি উত্তর-পূর্বের সাথে যুক্ত করা হয় তবে উত্তরবঙ্গ প্রভূত অর্থ পাবে। হঠাৎ ক্ষোভের কারণ কি?সংসদে সৌমিত্রকে বেনজির আক্রমণ অভিষেকের যদিও তৃণমূল এই দাবিকে বাজে কথা বলে উড়িয়ে দিয়েছে।শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন বাংলাকে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অধীর শিবিরের বক্তব্য তারা এই প্রস্তাব মানছেন না দলমত নির্বিশেষে তারা এর প্রতিবাদ করবেন কারণ বিজেপি এভাবেই বাংলা ভাগে চক্রান্ত করছে। সুখেন্দুশেখর রায় বলেছেন উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ সেটিকে ভাঙ্গা অসংবিধানিক ও বেআইনি। সুকান্ত মজুমদার এ বিষয়ে পরে বলেন কোন ভৌগোলিক বিভাজনের কথা তিনি বলেননি। সুকান্ত মজুমদারের দাবি পশ্চিমবঙ্গকে কেন্দ্র প্রকল্প রূপায়ণের জন্য মোট খরচের চল্লিশ শতাংশ অর্থ দিতে হয় কিন্তু উত্তর-পূর্বের প্রকল্পের মধ্যে উত্তরবঙ্গের প্রকল্পগুলি যুক্ত হলে কেন্দ্রীয় প্রকল্পের ৯০% অর্থ বহন করতে বাধ্য থাকবে কেন্দ্র এতে রাজ্যেরই অর্থ সাশ্রয় হবে।

আরো পড়ুন »
mamta allegation freedom of speech in high Court

কথা বলার অধিকার নেই মুখ‍্যমন্ত্রীর?অভিযোগ আদালতে, তোলপাড় বাংলা

ব্যুরো নিউজ, ২৫ জুলাই: কলকাতা হাইকোর্টের নির্দেশে বাক স্বাধীনতা খর্ব হচ্ছে বলে ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, মূল অভিযোগ সংবাদপত্র এবং গণমাধ্যমে প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে। সুপ্রিম কোর্টের আদৌ কোনো রক্ষাকবচ আছে কিনা তা নিয়েও মামলা বিচারাধীন।এই মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ছিল, ১৪ ই আগস্ট পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে কোনো মানহানিকর মন্তব্য করা যাবে না। খোদ কলকাতা শহরে রেশনের চাল পাচারকারী গ্রেফতার মুখ‍্যমন্ত্রী বনাম রাজ‍্যপালের আইনি লড়াই প্রসঙ্গত, রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে মানহানির মামলা করেছেন সেটি ডিভিশন বেঞ্চ পর্যন্ত গিয়েছে।সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বাক স্বাধীনতা খর্ব হওয়ার অভিযোগ করেন। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আরো বলেন, রাজ্যপালের বিরুদ্ধে তো পাবলিক ডোমেনেই অভিযোগ উঠছে। এখানে অসত্য কোথায়? ফেক কমেন্ট কেন হবে? সাংবিধানিক পদে কি হচ্ছে সেটা জনগণের জানার অধিকার আছে।এই মামলার শুনানি হবে বৃহস্পতিবার। বাজেটের পরেই খুললো কপাল!এজেন্ট থেকে গ্রাহক হবেন মালামাল দিন কয়েক আগে উপনির্বাচনে জয়ী ২ বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের শপথ গ্রহণ নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক হয়। আইনি পদক্ষেপ নেওয়ার পরিস্থিতি তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বলেছিলেন, তার কাছে মহিলারা অভিযোগ করছেন রাজভবনে যেতে ভয় পাচ্ছেন তারা। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সংঘাত চলছেই। এমনকি সায়ন্তিকার আইনজীবী জয়ন্ত মিত্র উল্লেখ করে বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি রাজভবনে যেতে ভয় পাচ্ছেন বলে জানাচ্ছেন। আর সেই বিষয়ে সংবাদ মাধ্যমে অভিযোগও উঠেছে।

আরো পড়ুন »
bengal ration scam

খোদ কলকাতা শহরে রেশনের চাল পাচারকারী গ্রেফতার

ব্যুরো নিউজ, ২৫ জুলাই: ইতিমধ্যেই জেলবন্দি হয়ে রয়েছেন প্রাক্তন খাদ্য মন্ত্রী থেকে শুরু করে আমলা এবং ব্যবসায়ী। রেশন কেলেঙ্কারিতে অনেকেরই নাম জড়িয়েছে, এরকমটাই জানা যাচ্ছে। এবার কলকাতা শহরেই প্রায় ৪০০ কেজি চাল বস্তাবন্দি অবস্থায় পাচার করার সময় একেবারে কলকাতা পুলিশের হাতে ধরা পড়ে এক যুবক। বাজেটের পরেই খুললো কপাল!এজেন্ট থেকে গ্রাহক হবেন মালামাল এই চক্রে আর কারা যুক্ত চালানো হচ্ছে তল্লাশি গোপন সূত্রে খবর পেয়ে জোড়াবাগান থানা এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের গোয়েন্দারা। আর সেখানেই লক্ষণ সাউ নামে এক যুবক যখন ভ্যানে করে ৪০০ কেজি চাল নিয়ে যাচ্ছিল। পুলিশ তাকে জেরা করার সময় প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারছিল না। আর সেই সময়েই এনফোর্সমেন্ট ব্রাঞ্চ প্রয়োজনীয় নথি দেখতে চায়। কিন্তু ওই যুবক গ্রহণযোগ্য কোনো নথি দেখাতে পারেনি। ফলে গ্রেপ্তার করা হয় লক্ষণ সাউ নামে ওই যুবককে। হঠাৎ ক্ষোভের কারণ কি?সংসদে সৌমিত্রকে বেনজির আক্রমণ অভিষেকের কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এর পক্ষ থেকে গোয়েন্দারা এই চক্রে আর কারা যুক্ত আছেন,তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিকভাবে জেরা করে তদন্তকারীরা জানতে পারছেন, ৪০০ কেজি বস্তাবন্দি যে চাল উদ্ধার করা হয়েছে, তার সমস্তটাই রেশনের। কিন্তু কোথা থেকে রেশনের ওই বিপুল পরিমাণ চাল নিয়ে কোথায় যাওয়ার পরিকল্পনা ছিল, সেটাই ওই ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। রেশন কেলেঙ্কারির সঙ্গে এই চাল পাচার চক্রের হদিশ পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে পাওয়া গিয়েছে।খোদ শহর কলকাতার বুকে এই রেশনের চাল পাচার চক্রের হদিশ পাওয়ায় অবাক সবাই।খবর পেয়ে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের গোয়েন্দারা। আটক করে তাকে আদালতে তোলা হলে ২৯ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।রেশন কেলেঙ্কারির ছায়া আবার দেখা গেল বাংলায়।

আরো পড়ুন »

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

ঠিকানা