Cannes 2024

শর্মিলা চন্দ্র , ২৬ মে : ভারতের মুকুটে নয়া পালক। কান চলচিত্র উৎসবে ইতিহাস তৈরি করলেন ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়া। ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’, পায়েল কাপাডিয়ার পরিচালিত এই সিনেমাই কান চলচিত্র উৎসবে ‘Le Grand Prix’ পুরস্কার জিতে নিয়েছে।

ফের চিনের ল্যাবে মারাত্মক ভাইরাসের জন্ম! এই ভাইরাস তিনদিনেই কেড়ে নিতে পারে প্রাণ!

কান চলচিত্র উৎসবে ‘Le Grand Prix’ পুরস্কার জয়

পায়েল কাপাডিয়া পরিচালিত অল উই ইমাজিন অ্যাজ লাইট একটি মালয়লম হিন্দি চলচ্চিত্র প্রভা নামে একজন নার্সের গল্প তুলে ধরেছে ৷ অনেক দিন স্বামী বিচ্ছিন্না থাকার পর একটি অপ্রত্যাশিত উপহার পান প্রভা। যা তার জীবনকে এলোমেলো করে দেয়। তাঁর থেকে ছোট রুমমেট অনু, তাঁর প্রেমিকের সঙ্গে একা থাকার জন্য বড় শহরে একটি ব্যক্তিগত জায়গা খুঁজে বের করতে ব্যর্থ হয় সে৷

ছবিতে দেখানো হয়েছে, একদিন দুই নার্স একটি সৈকত শহরে রোড ট্রিপে যান, যেখানে রহস্যময় জঙ্গল তাঁদের স্বপ্ন পূরণের জন্য একটি জায়গা খুঁযে পায়। আন্তর্জাতিক সমালোচক মহলে পায়েল কাপাডিয়ার এই ছবি ভালো প্রশংসিত হয়েছে। তিনি যেভাবে গল্পটি বুনেছেন তাতে তাঁর দক্ষতাই পড়তে পড়তে প্রকাশ পেয়েছে। আর সেই জন্যই কান চলচিত্র উৎসবে ‘Le Grand Prix’ পুরস্কার জিতে নিয়েছে।

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর