candidate-was-kidnapped
ব্যুরো নিউজ, ১৫ মে: ভোটের মাঝেই এবার বড় চাঞ্চল্য। গতকাল মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন প্রার্থী কাকলি ঘোষ। আর এরপর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছে না। এমনকি মোবাইল ফোনও সুইচ অফ।
ভারতের সঙ্গে ইরানের চুক্তি নিয়ে আমেরিকাকে যোগ্য জবাব জয়শঙ্করের
জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার বারাসত কেন্দ্রে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন নির্দল প্রার্থী কাকলি ঘোষ। মনোনয়ন জমা দেওয়ার পর কাকলি ঘোষ তার বাবার বাড়ি উত্তর চব্বিশ পরগনার হাবরার বামিহাটিতে চলে যান। আর সেখানেই রাত্রিবেলা দুষ্কৃতীরা এসে তাকে আর তার স্বামী সঞ্জীব ঘোষকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর থেকেই দুজনেরই মোবাইল ফোন বন্ধ মিলেছে।
এও জানা গিয়েছে, রাতে দশ- পনেরো জনের একটি দুষ্কৃতী দল বাইকে চেপে আসে। আর তারাই জবরদস্তি কাকলি ঘোষ ও তাঁর স্বামী সঞ্জীব ঘোষকে বাইকে তুলে নিয়ে যায়।
BJP Helpline
ঘটনায় হাবড়া থানা অভিযোগ দায়ের করা হয়েছে। আর অভিযোগের তির শাসক দলের দিকেই। অভিযোগ, তৃণমূল তার গুন্ডা বাহিনী দিয়ে এই কাজ করিয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তীর দাবি, এমন ঘটনা যে ঘটেছে তা তিনি জানেনই না।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর