শর্মিলা চন্দ্র, ২২ মার্চ: লোকসভা নির্বাচনের আগে একের পর এক চমক। এবার রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকাকে নোটিস পাঠাল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তাঁকে নোটিস পাঠিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচি।নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া কতদিনে শুরু করা যাবে নোটিসে তা জানতে চাওয়া হয়েছে। আগামী ৩ এপ্রিলের মধ্যে জবাব দিতে হবে মুখ্যসচিবকে। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের নির্দেশে জানানো হয়েছে ওই সময়সীমার মধ্যে এ নিয়ে রিপোর্ট না দিলে হাজির হতে হবে আদালতে।
নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গে লাগু হয়েছে নির্বাচনের আদর্শ আচরণবিধি! জেনে নিন বিস্তারিত
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তলব
উল্লেখ্য, রাজ্যের নিয়োগ দুর্নীতিকাণ্ডে এসপি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য-সহ একাধিক সরকারি কর্মী এই মুহূর্তে জেলে বা এজেন্সির হেফাজতে। এই ধৃত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর জন্য অনুমোদন চেয়ে রাজ্যকে বার বার চিঠি পাঠিয়েছে সিবিআই। কিন্তু অভিযোগ, বার বার চিঠি দেওয়া সত্ত্বেও রাজ্যের তরফে সেই অনুমোদন দেওয়া হয়নি। শেষে হাই কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কতদিনের মধ্যে নেওয়া সম্ভব? জানতে চেয়ে এবার হাই কোর্ট রিপোর্ট তলব করল মুখ্যসচিবের। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা যে তুঙ্গে তা বলাই যায়।