Calcutta High Court

ব্যুরো নিউজ, ২০ জুন : জেল হেফাজতে থাকাকালীন ডেবরার বিজেপি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে এবার থেকে থানা ও জেলের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। উল্লেখ্য, গত ৪ লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন ডেবরায় তৃণমূল ও বিজেপি কর্মীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ বিজেপি কর্মী স়ঞ্জয় বেরাকে গ্রেফতার করে। ধৃত ওই বিজেপি কর্মী জেল হেফাজতে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর তাঁকে মেদিনীপুর প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে আবার ওই বিজেপি কর্মী অসুস্থ হয়ে পড়ে। তাকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সেখানেই চিকিৎসা চলাকালীন ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়।

শুভেন্দুর দায়ের করা মামলায় ‘চাপে’ রাজ্য সরকার

সংরক্ষণ করতে হবে সমস্ত সিসিটিভি ফুটেজ

BJP Helpline

এরপরই বুধবার এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত বলেও জানান শুভেন্দু। মৃত বিজেপি কর্মী পরিবার বুধবার কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের দাবিও জানান। তারই প্রেক্ষিতে এবার বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জেল ও থানার সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে।

এর পাশাপাশি নিম্ন আদালতে যে রিপোর্ট পেশ করা হয়েছে সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করারও নির্দেশ দিয়েছে। আগামী বুধবারের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয় এসএসকেএম হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দিয়ে বিশেষ দল গঠন করে ময়নাতদন্ত করে ভিডিওগ্রাফিরও নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২৬ জুন এই মামলার পরবর্তী শুনানি ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর