সিএএ মামলায় স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত
দিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ
ব্যুরো নিউজ, ১৯ মার্চ, শর্মিলা চন্দ্র: সিএএ মামলায় কোনরকম স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। এই মামলায় কেন্দ্রকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে অর্থাৎ ৮ এপ্রিল কেন্দ্রকে জবাব দিতে নির্দেশ দিয়েছে আদালত। শুধু তাই নয়, কেন্দ্রের তরফে হলফনামা জমা পড়ার আগে যদি কাউকে নাগরিকত্ব দেওয়া হয়, সেই নিয়ে ফের আদালতে মামলা করার অনুমতিও দিয়েছে আদালত।
পুরনো বাড়ির অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বৈদ্যবাটিতে! আহত দু’জন
রাজ্যের নতুন ডিজিপি সঞ্জয় মুখোপাধ্যায়
দিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ
কেরল সরকার-সহ এদিন সিএএ বিরোধিতায় ২৩৭টি মামলার শুনানি হয়। এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হয়। কেরল সরকারের পাশাপাশি সিএএ বিরোধিতায়ল্ল মামলা দায়ের করেন কংগ্রেসের জয়রাম রমেশ এবং তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র। মামলাকারীদের অভিযোগ, সংশোধিত নাগরিকত্ব আইন অসাংবিধানিক।
পাঁচ বছর আগে সংসদের উভয়কক্ষেই পাস করা হয়েছিল সিএএ আইন। লোকসভা ভোটের আগেই তা কার্যকর করে কেন্দ্র। তার বিরোধিতায় সরব হন বিরোধীরা। বিশেষ করে, সিএএ নিয়ে শুরু থেকেই প্রতিবাদ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার লোকসভা ভোটের আগে সিএএ ইস্যু কোন দিকে গড়ায়।