পুরসভা

ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর: BSF ও টাকি পুরসভার উদ্যোগে টাকিতে চলল স্বচ্ছতা অভিযান 

টাকিতে স্বচ্ছ ভারত অভিযানে নামলো সীমান্তরক্ষী বাহিনী। ভারত- বাংলাদেশ সীমান্তের টাকিতে স্বচ্ছতা অভিযানে নামলো বাহিনী। দুর্গাপুজো ও কালী পুজোর পর টাকিতে স্বচ্ছতা আনতে BSF ও টাকি পুরসভার উপ পুরপ্রধানের হাতে ঝাড়ু, ব্লিচিং সহ পচনশীল বস্তু নিয়ে যাওয়ার জন্যে ডাস্টবিন নিয়ে সকাল সকাল ইছামতীর পাড়ে হাজির হন।

শব্দ দানবের কারনে দিল্লিতে ফের বাড়ল বায়ু দূষণের মাত্রা

এক BSF আধিকারিক সংগ্রাম কুমার বলেন, দিপাবলি আমাদের একটা বড় উৎসব। সেই উৎসবকে হাসি খুশি ভাবে স্বচ্ছতার সাথে পালন করতে হবে। এই উৎসবকে শুদ্ধতা ও স্বচ্ছতার সাথে পালন করার জন্যে আমাদের বলা হয়েছিলো। আমরা ৬ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত এই স্বচ্ছতা অভিযান পালন করছি। দিপাবলি উপলক্ষে ১৩ তারিখে মানুষ অনেক বাজি জ্বালিয়েছে। সেইসব বাজি জ্বালানোর ফলে নানা স্থানে ময়লা হয়েছে। সেইসব স্থান পরিষ্কার করার জন্য এই অভিযান। উঃ ২৪ পরগনার বসিরহাটের অন্তর্গত টাকি পুরসভার ভারত ও বাংলাদেশ সীমান্তের ইছামতী নদীর রাজবাড়ি ঘাট, ঘোষবাড়ি রাজবাড়ি সহ একাধিক ঘাটে পরিচ্ছন্নতায় নামলো ৮৫ ব্যাটেলিয়নের সীমান্ত রক্ষী বাহিনী ও টাকি পুরসভা। দিপাবলির আলোর রোশনাইতে রাতে ও ভোরে যখন আম বাঙালি মেতে উঠেছে তখন টাকির একাধিক জায়গায় এই অভিযান হয়।

উপ পুরপ্রধান ফারুক গাজি বলেন, আমরা টাকি পুরসভা থেকে সব সময় এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি। এছারা দিপাবলি উপলক্ষে আমাদের সাথে সীমান্তরক্ষী বাহিনী আছে। তাদের সাথে মিলে আমরা পুরো এলাকা পরিষ্কার করেছি। আমরা আগামী দিনেও চাইবো তারা যেন আমাদের পাশে এইভাবেই থাকে। আমাদের এলাকা পরিষ্কার পরিছন্নতায় তারা যেন আমাদের এইভাবেই সহযোগিতা করে যায়। একদিকে ইছামতী দূষণ আর অন্যদিকে ঘাটগুলো যাতে পরিষ্কার থাকে ও সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিতে BSF পুরসভা একসাথে স্বচ্ছতায় নামলো। শীতের শুরুতেই টাকিতে পর্যটকদের আগমন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ভারত ও বাংলাদেশের টাকির ইছামতী নদীর ভাসানকে ‘World Heritage Site’ এর তকমা দেওয়া হয়েছে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর