ব্যুরো নিউজ, ১৯ জুন : তৃণমূলের দুই পক্ষের বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের পাড়ুই, বিষ্ণুখণ্ড গ্রাম। তৃণমূ্লের আদি ও নব্যের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। চলে বোমাবাজি, ইটবৃষ্টি। ঘটনাকে কেন্দ্র করে আহত হন ১১ জন। তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সাওর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও বোলপুর মহকুমা হাসপাতালে।
অবশেষে ED দফতরে হাজিরা দিলেন ঋতুপর্ণা, চলছে জিজ্ঞাসাবাদ
বোমাবাজি, ইটবৃষ্টিতে উত্তপ্ত পাড়ুই
ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীদের অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে কয়েকজন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন। ভোট মিটতেই তারা গ্রাম দখলের চেষ্টা করে। বেশ কিছুদিন ধরে এই নিয়ে গণ্ডগোল চলছিল। পুরনো কর্মীরা নতুন কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করলে অশান্তির সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিষ্ণুখণ্ড গ্রামে উত্তেজনা ছড়ায়। তাদের আরও অভিযোগ লোকসভা নির্বাচনে তৃণমূল ভালো ফল করেছিল, সেই জন্য অনুষ্ঠান চলছিল। সেখানে নব্য তৃণমূল কর্মীর চড়াও হয় বলে অভিযোগ। কয়েকটি বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশি টহলদারি বসানো হয়। চারজনকে আটক করে পুলিশ। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গোটা ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।