ব্যুরো নিউজ, ৫ মার্চ: তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বড়ঞায়। মুর্শিদাবাদে অব্যাহত বোমা- বারুদ উদ্ধারের ধারা! গত কয়েকদিন ধরেই একেও পর এক জায়গা থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা উদ্ধারের ঘটনা সামনে উঠে আসছে।
সামনেই লোকসভা নির্বাচন তা আর বলার অপেক্ষা রাখেনা। রাজ্যে এসেগিয়েছে কেন্দ্রীয় বাহিনী। কান পাতলেই শোনা যাচ্ছে রুটমার্চের আওয়াজ। আর তাই জানান দিচ্ছে দোরগোড়ায় ভোট আসন্ন। কিন্তু এর মধ্যেও কমছে না ‘সন্ত্রাসের ছক’। জায়গায় জায়গায় উদ্ধার হচ্ছে তাজা বোমা, আগ্নেয়াস্ত্র।
রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ডোমকল থানার পুলিশ। আর সেখান থেকেই উদ্ধার হয় বোমা, আগ্নেয়াস্ত্র। মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েই চলেছে। বোমা বাঁধতে গিয়েও বিস্ফোরণ ঘটে জখমের ঘটনা কম ঘটছে না। এরই মধ্যে ফের বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা।
দিদি দলের ‘আদর্শ যোদ্ধা’দের পাশে নেই! ক্ষোভ নিয়ে দল ছাড়লেন তাপস রায়
ডোমকল মহকুমার দু’টি পৃথক জায়গা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা। পুলিশ সূত্রে খবরে, ডোমকল মধুরকুল এলাকার মুরালিপুর মাঠে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করেছে ডোমকল থানার পুলিশ। ধৃত ওই যুবকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল, দু’রাউন্ড গুলি। জানা গিয়েছে, ওই যুবকের নাম হাসান শেখ, ডোমকল এলাকার বাসিন্দা। এর পাশাপাশি মুর্শিদাবাদের রানিনগর থানার কোমনগর এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে দশটি তাজা বোমা।
এরপর গতকালও বোমা উদ্ধারের ধারা অব্যাহত। সাত সকালে মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত সুন্দরপুর গ্ৰামে উদ্ধার হয় বোমা। সেখানে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের একটি বাড়ির পেছন থেকে উদ্ধার হয় তাজা বোমা।
মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার সুন্দরপুর গ্রামে ফের উদ্ধার তাজা বোমা। ময়ূরাক্ষী নদীর বাঁধের পাশে একটি মাদ্রাসার পাশে একটি বসত বাড়ির সামনে একটি বালতি দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে পুলিশকে খবর দেওয়া হলে জানা যায় সেখানে ৮ টি তাজা বোমা রয়েছে। জনবসতিপূর্ণ এলাকায় ফের বোমা উদ্ধারের ঘটনায় আবারো উত্তপ্ত হয়ে উঠেছে বড়ঞার সুন্দরপুর। জানা গেছে, সুন্দর গ্ৰাম পঞ্চায়েত প্রধানের বাড়ির বাড়ির পাশেই ঘটেছে এই ঘটনা। সে কারনেই সংবাদ মাধ্যমের সামনে পঞ্চায়েত প্রধান নিজের প্রাণ সংশয়ের দাবি করেছেন।
উল্লেখ্য, নির্বাচন আসলেই উত্তপ্ত হয়ে উঠেছে বড়ঞার সুন্দরপুর এলাকা। ঘটনায় রীতিমত ব্যাপক আতঙ্কে স্থানীয় মানুষেরাও। অপরদিকে এই ঘটনায় সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে চলে প্রতিবাদ। পঞ্চায়েত প্রধানের দাবি, বিরোধী রাজনৈতিক দল চক্রান্ত করে তাকে ‘প্রাণে মারার’ চেষ্টা করছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছে সঠিক তদন্তের আবেদন জানিয়েছেন শাসকদলের পঞ্চায়েত প্রধান শাহিনা বিবি।