ব্যুরো নিউজ, ৬ এপ্রিল: বিজেপির ৪৪ তম প্রতিষ্ঠা দিবসে কার্যকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৮০-র ৬ এপ্রিল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি প্রতিষ্ঠা হয়েছিল।
‘আমাদের দল বরাবর সুশাসনকেই প্রতিষ্ঠা করেছে’
পাকিস্তানকে হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের
এদিন এক্স হ্যান্ডেলে কর্মীদের শুভেচ্ছা জানিয়ে মোদি লেখেন, ‘আজ, বিজেপির প্রতিষ্ঠা দিবসে আমি দেশজুড়ে দলের সমস্ত কার্যকর্তাকে শুভেচ্ছা জানাই। এটা অত্যন্ত আনন্দের যে বিজেপি উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি, সুশাসন ও দেশের প্রতি দায়বদ্ধতার মাধ্যমে নিজেদের পরিচয় তৈরি করতে পেরেছে। কেন্দ্রেই হোক বা রাজ্যে, আমাদের দল বরাবর সুশাসনকেই প্রতিষ্ঠা করেছে। আমাদের দল দেশের ১৪০ কোটি জনগণের স্বপ্ন ও আকাঙ্খারই প্রতিফলন। দেশের গরিব ও পিছিয়ে পড়া মানুষদের শক্তি জুগিয়েছে। আমাদের দল ভারতকে দুর্নীতি, জাতপাত, সাম্প্রদায়িকতা ও ভোটব্যাঙ্কের রাজনীতির সংস্কৃতি থেকে মুক্ত করেছে। যা গরিবদের কাছে কোনও ভেদাভেদ ছাড়াই উন্নয়নের ফসল পৌঁছে দিয়েছে।’
নির্বাচনী প্রচারে কড়া হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের
যারা কঠোর পরিশ্রম, লড়াই ও আত্মত্যাগ করে এত দিন ধরে দলকে গঠন করেছেন, তাদের প্রণামও জানান নরেন্দ্র মোদি।
লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী বলেন, ‘এনডিএ-র অবিচ্ছেদ্য অংশ হিসাবে আমরা গর্বিত। জাতীয় স্তরে উন্নয়ন ও আঞ্চলিক আকাঙ্খার মেলবন্ধন এনডিএ। এই জোট ভারতের বিভিন্নতাকেই তুলে ধরেছে। আমরা এই অংশীদারিত্বকে গুরুত্ব দিই এবং আগামিদিনে এই জোট আরও শক্তিশালী হবে।’ এর পাশাপাশি লোকসভা নির্বাচনে জনগণ ফের তাদের ক্ষমতায় আনবেন বলে আশাবাদী প্রধানমন্ত্রী। এদিন বিজেপি কর্মীদের পাশাপাশি এনডি-এর কার্যকর্তাদেরও শুভেচ্ছা জানান তিনি।