Bihar CM Nitish Kumar

ব্যুরো নিউজ, ৭ জুন : কেন্দ্রে এনডিএ সরকার গঠন নিয়ে যখন টানাপোড়েন চলছে, তখন ২০২৫-এ বিধানসভা নির্বাচনে বিহারে এনডি এর মুখ হবেন নীতিশ কুমার, বিজেপির তরফে এমনটাই জানানো হলো। ২০২৫-এ বিধানসভা নির্বাচন নীতীশের নেতৃত্বেই লড়বে এনডিএ, এমনটাই জানিয়েছেন, বিহার বিজেপির সভাপতি তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।

‘তৃণমূলের সব চুরি-দুর্নীতি ঢাকা পড়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে’, বিস্ফোরক তথাগত রায়

শরিককে খুশি করতে বার্তা বিজেপির

Nitish kumar

রাজনৈতিক মহলের একাংশের ধারণা এ কথা ঘোষণা করে বিজেপি যেমন একদিকে শরিককে খুশি করার চেষ্টা করল ঠিক তেমনি নীতিশ কুমার যদি বড় কোন পদের প্রত্যাশা করে সেটা যে পূরণ করা সম্ভব হবে না সেটাও জানিয়ে দিল বিজেপি। উল্লেখ্য, বিহারে এনডিএ নীতীশ কুমারের নেতৃত্বে সরকার চালাচ্ছে। বিধায়ক সংখ্যা দেখতে গেলে জেডিইউয়ের থেকে বিজেপি অনেক শক্তিশালী। কিন্তু জোটের কথা ভেবে নীতীশকে মুখ্যমন্ত্রী রাখা হয়েছে। যদিও বিহার বিজেপির দাবি ছিল, আসন্ন নির্বাচনে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রীর মুখ না করে বিজেপির অন্য কাউকে মুখ্যমন্ত্রী করা হোক। অথবা ভোটের পর প্রাপ্ত আসনের ভিত্তিতে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের করা হবে। কিন্তু লোকসভা নির্বাচনে বিজেপির ফলের নিরিখে বিহারে মুখ্যমন্ত্রী হিসাবে নীতিশ কুমারের ওপর ভরসা রাখতে হচ্ছে বিজেপিকে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর