virat kohli

ব্যুরো নিউজ,২৪ এপ্রিল: বৃহস্পতিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামছে বেঙ্গালুরু। তবে বেঙ্গালুরুর জন্য এই স্টেডিয়ামে খেলা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। ঘরের মাঠে তারা এর আগে তিনটি ম্যাচেই পরাজিত হয়েছে, যেখানে বিপক্ষের মাঠে সব ম্যাচেই জয়লাভ করেছে তারা। প্রশ্ন উঠছে, কেন ঘরের মাঠে এমন পরাজয়ের মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু? পিচের আচরণই কি এর জন্য দায়ী? এই প্রশ্নের উত্তর খুঁজতে বৃহস্পতিবার রাজস্থান ম্যাচের আগে মুখ খুলেছেন অধিনায়ক রজত পাটীদার।

মমতার খামে রাজনৈতিক কৌশল? দিলীপের দরজায় পৌঁছল নবান্ন!

ঘরের মাঠে ব্যর্থতার কারণ শুধুই পিচ নয়

বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটীদার এই পরাজয়ের পিছনে যে পিচ একমাত্র কারণ নয়, তা পরিষ্কার করেছেন। তিনি বলেন, “আমরা ঘরের মাঠে ভাল ক্রিকেট খেলতে পারিনি। তবে অনেকেই টসকে দায়ী করছেন, কিন্তু সেটা তো আমার হাতে নেই। আর সেই সঙ্গে পিচের অবস্থা একটু ভিন্ন রকম হয়। অনেক সময় পিচের আচরণ আগেই বোঝা যায় না। তবে আমরা অজুহাত দিতে চাই না। আমরা যত দ্রুত সম্ভব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে খেলার চেষ্টা করছি।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুদিন অপেক্ষার অনুরোধ,শুনলেন না কেন রাজ্যপাল?

রজত আরও বলেন, “টসের উপর সব কিছু নির্ভর করবে এমন ধারণা ভুল। যদি টস হারি, তাহলে এটা মনে করা ভুল যে আপনি অর্ধেক ম্যাচ হেরে গেছেন। যেটা আমাদের খেলার ধরনে প্রভাব ফেলতে পারে না। আর, ক্রিকেটের নিয়মে যদি আপনাকে আগে ব্যাট করতে হয়, তাহলে পিচের কথা চিন্তা না করে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা সেই দিকেই বেশি মনোযোগ দিচ্ছি।” আইপিএলের প্লে-অফে ওঠার দৌড়ে রয়েছে বেঙ্গালুরু, তবে অধিনায়ক রজত পাটীদার এখনই সে বিষয়ে কোনো ভাবনা ভাবছেন না। তাঁর মতে, “আমরা এখন যেখানে আছি, সেখানেই থাকতে ভালবাসি। কারণ আইপিএল একটি লম্বা লিগ এবং পরপর ম্যাচ খেলতে হয়। অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি, কিন্তু অতীত নিয়ে বেশি মাথা ঘামাতে চাই না। আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবছি।”

মেয়ের শ্বশুরের সঙ্গে চুটিয়ে প্রেম মমতার, প্রায় রাত কাটাতেন একসাথে তারপর সকলে যা দেখল তাতে কপালে উঠলো চোখ

রজত পাটীদার আরও জানান যে, তাদের লক্ষ্য সব সময় বর্তমান পরিস্থিতি থেকে সর্বোচ্চ সম্ভব ফল পাওয়া। তিনি আরও বলেন, “আমরা জানি যে, একবার যদি ভাল খেলতে শুরু করি, তাহলে বাকি সব কিছু সহজ হয়ে যাবে। আর তার জন্য আমরা কেবল পিচ বা টসের দিকে তাকিয়ে না থেকে নিজেদের প্রস্তুতি শক্ত করতে চাই।” বেঙ্গালুরুর জন্য চিন্নাস্বামী স্টেডিয়াম চ্যালেঞ্জের জায়গা হয়ে দাঁড়িয়েছে। তবে রজত পাটীদারের মন্তব্য থেকে পরিষ্কার, তারা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত। দলের মনোবল এবং খেলার মানসিকতা ঠিক রেখে যদি তারা খেলতে পারে, তাহলে এই মাঠেও তারা সাফল্য পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর