Beauty Tips

ব্যুরো নিউজ, ১৬ জুন: চকচকে গ্লোয়িং স্কিন কে না চায়। তার জন্য নামি দামী ব্র্যান্ডের প্রোডাক্ট, গোল্ড ফেসিয়াল সব কিছুই ফিকে! কিন্তু বাড়িতে বসেই যদি পান সফট গ্লোয়িং স্কিন, তবে কেমন হয়?

গরম থেকে রেহাই পেতে বারবার সাবান দিয়ে স্নান করছেন? অজান্তেই নিজের ত্বকের ক্ষতি করছেন না তো?

দিনে অন্তত ২ বার মুখ পরিষ্কার করা প্রয়োজন। সারা দিনের ধুলো- ময়লা লোম কুপে জমে যায়। আর তা সময় মতো পরিষ্কার না করলে আপনার স্কিনের জন্যই ক্ষতি। ফলে সকালে ও রাতে ঘুমানোর আগে অবশ্যই ফেস ক্লিন করা প্রয়োজন।

মুখ পরিষ্কার করার সময় ঠান্ডা জল ব্যবহার করলে তা আপনার স্কিনের জন্য ভালো। গরমে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুলে তা আপনার ত্বকের ক্লান্তি দূর করবে। স্কিন অনেকটা রিফ্রেসিং লাগবে।

পার্লরে যেতে হবে না। বাড়িতেই নিয়মিত ফেস মাসাজ করতে পারেন। এতে রক্ত চলাচল ভালো হবে। ফলে আওনার স্কিন হবে ভেতর থেকে হেলদি। বাইরেও ত্বকের জেল্লা চোখে পড়ার মত।

বাড়িয়ে বানিয়েই ফেস মাস্ক ব্যবহার করুন। দুধের সর ও বেসন মিশিয়ে বানিয়ে নিতে পারেন। প্রয়োজনে মুধুও ব্যবহার করতে পারেন। এরপর তা মুখে লাগান।

দিনে বাইরে বেরলে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করুন। যতই মেখালা আকাশ থাক, তবুও সানস্ক্রিন ব্যবহার করুন।

এছাড়াও, থেলদি খাবার ও পর্যাপ্ত জল খান। সঙ্গে প্রতিদিন ৭-৮ ঘণ্টা খুমও অবশ্যই প্রয়োজন।

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর