ব্যুরো নিউজ, ৫ জুন: এপ্রিলের ১৯ থেকে শুরু হয়ে জুলের ১ তারিখ পর্যন্ত ৭ দফায় চলল লোকসভা ভোট গ্রহন। আর গত ৪ তারিখ ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ভোট মিটতেই জয়নগরে হিংসার পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ মেরে চোখ ফাটিয়ে দেওয়া হয় বিজেপি নেত্রীর মায়ের। শুধু তাই নয়, মধ্যমগ্রামে দশ-বারোটি বাড়িতে ভাঙচুরের অভিযোগ সামনে আসে।
‘চক্রান্ত, কাঠিবাজি রাজনীতির অঙ্গ’, কেন্দ্র বদলের জন্যই কি হার? কি বলছেন দিলীপ?
মধ্যমগ্রামে নেতাজি পল্লীতে হিংসার ঘটনা সামনে আসে। সেখানে বিজেপির কার্যালয়ের গেটে লাগাতার লোহার রড দিয়ে মারা হয়। ভাঙচূর চালানো হয় বিজেপি-র কার্যালয়ে। এমনকি রাতেই ওই এলাকার কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালানো হয়। অভিযোগ, বিজেপি করার অপরাধে মারধর করে ‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা’। এমনকি এক মহিলাকে বন্দুকের নল ঠেকিয়ে হুমকিও দেওয়া হয়।
বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লোহার রড, বাঁশ, বন্দুক নিয়ে এলাকায় তাণ্ডব চালায়। শুধু বারাসত নয়, এমন অভিযোগ উঠেছে নিউটাউন, ক্যানিংয়েও। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী-সহ পৌঁছায় পুলিশ। তবে বাহিনী চলে যেতেই ফের দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি দত্তপুকুর থানার পুলিশ।