ব্যুরো নিউজ, ৮ মে : পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা। গত ২ মে হাওড়ার বাঁকড়ার ৩ নং পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনা ঘটে। এই ঘটনার পর বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এবার এই ঘটনায় মূল চক্রী তৃণমূল নেতা শেখ সাজিদ-সহ গ্রেফতার ৪। ঘটনার পর থেকে নিখোঁজ ছিল মূল অভিযুক্ত শেখ সাজিদ। হাওড়া ও ভিনরাজ্যে তল্লাশি চালিয়ে পুলিশ শেখ সাজিদ ও অন্যান্যদেপ গ্রেফতার করে পুলিশ। সব মিলিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ মোট ৬ জনকে গ্রেফতার করেছে।
কবে থেকে খুলছে কেদারনাথের দরজা?
ঘাটালে খুনের আশঙ্কা! ‘১০ থেকে ২০ তারিখের মধ্যে খুন হতে পারে’ বোমা ফাটালেন দেব
ভিনরাজ্য থেকে গ্রেফতার গুলিকাণ্ডের মূলচক্রী
পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন অর্থাৎ ২ মে মূল অভিযুক্ত শেখ সাজিদ ভিন রাজ্যের সুপারি কিলারদের দিয়ে পঞ্চায়েত অফিসে ঢুকে পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখকে গুলি করে হত্যা করতে চেয়েছিল। তবে পুলিশের হাতে গ্রেফতার হওয়া ৬ জনের মধ্যে কোন তিনজন পঞ্চায়েত অফিসে ঢুকে গুলি চালিয়েছিল ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। তৃণমূল নেতা পঞ্চায়েত প্রধানকে কেন খুন করতে চেয়েছিল সেই নিয়ে উঠছে প্রশ্ন। তবে পুলিশের প্রাথমিক অনুমান পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখের সঙ্গে শেখ সাজিদের টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত কোনও বিবাদ চলছিল। সেই কারণেই তৃণমূল নেতা পঞ্চায়েত প্রধানকে গুলি করে হত্যা করতে চেয়েছিলেন। তবে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গুলি করে হত্যা করার আসল কারণ জানার চেষ্টা করছে পুলিশ।