bangladeshi-citizenship-controversy-bongaon

ব্যুরো নিউজ ১১ জুন: উত্তর ২৪ পরগনার বনগাঁতে ফের উসকে উঠেছে বাংলাদেশি নাগরিকত্ব বিতর্ক। কাকদ্বীপের নিউটন স্কুলে নাগরিকত্ব ঘিরে বিতর্কের রেশ মেলেনি, তার মধ্যেই এবার নজরে উঠল নহাটা যোগেন্দ্র নাথ কলেজের পরিচালন সমিতি। অভিযোগ, কলেজ পরিচালনার দায়িত্বে রয়েছেন আলোরানি সরকার, যিনি আদতে বাংলাদেশের নাগরিক। তাঁর নামের পাশে ‘বিধায়ক’ পদবি থাকায় প্রশ্ন উঠছে—এই পরিচয় কি নথিভুক্ত না কি রাজনৈতিক সুবিধার জন্য গৃহীত?

ভারতে ভোটে দাঁড়ান ভারতে ভোটে দাঁড়ান

আলোরানি সরকার বিতর্কিত হয়ে ওঠেন মূলত তাঁর তৃণমূল কংগ্রেসের প্রার্থীপদ ও নাগরিকত্ব ঘিরে। তিনি ২০২১ সালের বিধানসভা ভোটে বনগাঁ দক্ষিণ কেন্দ্রে টিকিট পান শাসকদলের পক্ষ থেকে। যদিও সেই নির্বাচনে তিনি হেরে যান বিজেপির স্বপন মজুমদারের কাছে। কিন্তু ভোটে দাঁড়ানো, রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এবং এখন কলেজের মতো গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সভাপতি’ পদে থাকা—সবই নতুন করে উত্তপ্ত করেছে রাজ্য রাজনীতি।

কলকাতায় গ্যাস পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ শুরু হতে চলেছে?

শাসক ও বিরোধী দুই পক্ষ থেকেই উঠেছে তীব্র প্রশ্ন। কীভাবে একজন ভারতে ভোটে দাঁড়ান, যার বিরুদ্ধে জাতীয়তার প্রশ্ন উঠছে, তিনি ভারতে ভোটে দাঁড়ান? আর তাঁর নাম কলেজ পরিচালন সমিতির সভাপতির তালিকায় আসেই বা কীভাবে?

প্রশাসনিক স্তরে যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনও নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বিরোধীদের দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হোক। স্থানীয় তৃণমূল নেতাদেরও একাংশ এই পরিস্থিতিতে অস্বস্তিতে পড়েছেন বলেই সূত্রের খবর।

এই বিতর্ক সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নানা প্রতিক্রিয়া। অনেকেই বলছেন, এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা ও ন্যায়নীতি নিয়ে প্রশ্ন তোলে। পাশাপাশি, সীমান্তবর্তী অঞ্চলে নাগরিকত্ব যাচাই ও রাজনৈতিক দখলদারি নিয়েও বাড়ছে উদ্বেগ।

কাঞ্চনজঙ্ঘার আলোয় উদ্ভাসিত অজানা দার্জিলিং

সবমিলিয়ে আলোরানি সরকারকে কেন্দ্র করে বনগাঁর কলেজে তৈরি হওয়া এই বিতর্কে একদিকে প্রশাসনের নির্লিপ্ততা, অন্যদিকে নাগরিকত্ব প্রশ্নে বেড়ে চলা রাজনৈতিক উত্তাপ—দুটিই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। পরিস্থিতির নিষ্পত্তি ও স্বচ্ছ তদন্ত এখন সময়ের দাবি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর