ব্যুরো নিউজ, ৭ মে: বাজাজ অটো সম্প্রতি ভারতে পালসার NS400Z লঞ্চ করেছে। এই মডেলটিকে দেশের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী পালসার বলা হয়। এটি ডোমিনার প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। অপরদিকে, Bajaj Dominar 400 মডেলটিও কিছু কম নয়। এটিও বাইকের মার্কেটে অনেক এগিয়ে। চলুন দেখে নেওয়া যাক Dominar 400 থেকে Bajaj Pulsar NS400Z ঠিক কতটা আলাদা?
চলুন দেখে নেওয়া যাক Dominar 400 থেকে Bajaj Pulsar NS400Z মোটর বাইকটি ঠিক কতটা আলাদা?
ঘুরে আসি : পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম পাবং
Bajaj Pulsar NS400Z বনাম Bajaj Dominar 400: হার্ডওয়্যার ডিজাইন
Bajaj Pulsar NS400Z বাইকটিতে প্রচুর বৈশিষ্ট্য রয়েছে। এটিতে একটি সুইচযোগ্য ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, রাইড-বাই-ওয়্যার থ্রোটল, চারটি রাইড মোড, ব্লুটুথ সংযোগ এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন রয়েছে। অপরদিকে, Bajaj Dominar 400 মডেলে এই বৈশিষ্ট্যগুলি নেই। তবে, উভয় মোটরসাইকেলের মধ্যেই রয়েছে ফুল LED আলো, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল এবং ডুয়াল-চ্যানেল ABS।
Bajaj Pulsar NS400Z বনাম Bajaj Dominar 400: ইঞ্জিন পাওয়ার
উভয় মোটরসাইকেলেই একই 373cc, একক-সিলিন্ডার, লিকুইড-কুলড মোটর ব্যবহার করা হয়েছে। যেটি উভয় বাইকেই সর্বোচ্চ 39.5bhp হর্স পাওয়ার এবং 35Nm টর্ক পাওয়ার জেনারেট করবে। উভয় মোটরসাইকেলেই বিভিন্ন RPM পাবেন।
Bajaj Pulsar NS400Z বনাম Bajaj Dominar 400: দাম
Pulsar NS400Z-এর দাম Rs. 1.85 লাখ (এক্স-শোরুম)। অপরদিকে, Bajaj Dominar 400 বাইকটির প্রারম্ভিক মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে 1.92 লাখ টাকা। তবে, ফিচারসের দিক থেকে Pulsar NS400Z বাইকটি অনেক বেশি এগিয়ে। সেই তুলনায় এই মডেলটি অনেক বেশি সাশ্রয়ী।