ব্যুরো নিউজ, ৫ জুন : অনেক সময় দেখা যায় জীবনে চলার পথে একের পর এক বাধা। হওয়া কাজও কোনও অজানা কারনে হয়েও হচ্ছে না। দীর্ঘ দিন ধরে আটকে রয়েছে। এমনকি কোনও জমি-বাড়ি কেনা বা বিক্রির ক্ষেত্রেও সেই এক অবস্থা, বারবার ঘোরাচ্ছে বিক্রেতা বা খরিদ্দার। হওয়া চাকরিও আটকে রয়েছে। ব্যবসার কাজে টাকা ঢেলেও আশানুরূপ ফল মিলছে না। এমনকি সাংসারিক বা পারিবারিক জীবনেও তারই প্রতিফলন। এমন অনেক ক্ষেত্রে দেখা যায় বাস্তু দোষের কারনেই এই সকল সমস্যার সূত্রপাত। বাস্তুদোষ কাটাতে এমন কিছু কিছু টোটকা বা নিয়ম মেনে চললে জীবন হবে অনেক মসৃণ।
মুখের স্বাদ বদলাবে দই, পোস্তর আলুর দম
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এমন কিছু বাস্তু টোটকা রয়েছে, যা মেনে চললে জীবনে আসা নানা ঝড়ঝঞ্ঝা, চড়াই -উৎরাই, সংসারে সুখ-শান্তি ও জীবনে উন্নতি নিয়ে আসে।
বাড়ির উত্তর-পূর্ব দিকে একটা কাচের শিশিতে কিছুটা নুন রেখতে পারেন। এতে অর্থনৈতিক দিক ভাল হয়।
নানা সমস্যাএ সমাধানে বাড়ির উত্তর এবং পূর্ব দিকে তুলসী গাছ লাগাতে পারেন।
জলপ্রবাহ, ঝর্নার ছবি বাড়িতে রাখলে আর্থিক উন্নতি আসে।
বাড়ির সদর দরজার আশপাশে কোনও নোংরা আবর্জনা না রাখাই ভাল।
এছাড়াও সদর দরজার কাছে বিশেষত রাতে আলো জ্বালিয়ে রাখা ভালো।
বাড়ির ছাদের ঢাল দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্ব দিকে হলে তা ভালো।