ব্যুরো নিউজ, ২০ জুন: অনেক ক্ষেত্রেই দেখা যায় ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করতে চায়না। পড়তে বসলেও মন চঞ্চল। তার জেরে পড়া মনে রাখতে পারে না। সে সব ক্ষেত্রে বাচ্চার পড়াশোনার ক্ষেত্রে যেমন বিশেষ নজর দেওয়া প্রয়োজন তাঁর পাশাপাশি মেনে চলতে পারেন এই টোটকা। ফল পাবেন…
বর্ষায় ব্যাগ ও জুতোর বিশেষ যত্ন
এই চারটি টোটকা মেনে চললে সন্তানের পড়াশোনায় বাড়বে মনোযোগ
১. জ্যোতিষশাস্ত্র মতে, ময়ূরের পালককে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই বইয়ের ভেতরে পাতার ভাঁজে যদি একটি ময়ূরের পালক রাখতে পারেন তবে পড়ুয়ার পড়াশোনায় মনোযোগ বাড়বে।
২.ময়ূরের পালক বাড়িতে রাখাও অত্যন্ত ভালো। তাই বাচ্চার পড়ার টেবিলের সামনেও ময়ূরের পালক রাখতে পারেন।
৩. প্রতি একাদশী তিথিতে বাড়ির সদর দরজায় একটি চতুর্মূখী প্রদীপ জ্বালান। তবে এই প্রদীপ আপনি জ্বালালে হবে না। সন্তানকে দিয়ে সেই প্রদিপটি জ্বালান।
৪. গণেশের কৃপায় পড়াশোনায় মনোযোগ বাড়ে। তাই চতুর্থী তিথিতে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করা অত্যন্ত শুভ। সন্তানকে দিয়ে গণেশকে দুর্বা ঘাস নিবেদন করান ফল পেবেন।