astro tip emerald gemstone

ব্যুরো নিউজ, ৩ জুলাই: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পান্না ধারণ করা খুবই শুভ। পান্না বুধের শুভ ফলাফল বৃদ্ধি করতে সাহায্য করে।

নিমেই কাটে বহু দোষ! বাড়ির কোন দিকে লাগাবেন নিমগাছ?

পান্না ধারনের শুভ ফল-

পান্না ধারণ করলে কোষ্ঠীতে বুধের শুভ ফলাফল বৃদ্ধি হয়। ব্যবসা ও চাকরিতে সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পায়। ধনলাভের নানা পথ উন্মুক্ত হয়।

পান্না ধারণ করলে স্মরণশক্তি বৃদ্ধি পায়। এতে কোনও কাজের প্রতি একাগ্রতা বাড়ে। ফলে ছাত্রছাত্রীদের জন্য পান্না খুবই ভালো কাজ করে।

পান্না রত্ন ধারণ করলে বা বাড়ির কোনও স্থানে পান্না রাখলে সংসারে ধন- সম্পত্তি বৃদ্ধি হয়।

তুলসী পাতার বিশেষ টোটকা, যা জীবনে এনে দেবে সাফল্য

তবে পান্না যে সকলেই পরতে পারেন এমনটা কখনোই নয়। যে কোনও ধাতু বা রত্ন ধারন করার আগে অবশ্যই জ্যোতিষীর পরামর্ষ নিন। নিজের রাশি ফল, জন্ম ছক বিচার-বিবেচনা না করে কখনওই কোনও ধাতু বা রত্ন ধারন করতে যাবেন না। এতে আপনার জন্য হিতে বিপরিত ফলও হতে পারে। তবে জ্যোতিষ শাস্ত্র মতে বুধের রত্ন হল পান্না। জন্মছকে বুধ যদি অশুভ পরিস্থিতিতে থাকে তবে পান্না ধারন করা যেতে পারে।

BJP Helpline

কোন রাশির জাতক-জাতিকারা পান্না ধারন করতে পারবে?

কন্যা ও মিথুন রাশির জাতকরা পান্না ধারণ করতে পারে। কোষ্ঠীতে বুধ নেতিবাচক পরিস্থিতিতে না-থাকলে এই রাশির জাতকরা পান্না ধারণ করতে পারে।

কোষ্ঠীতে বুধ উচ্চ স্থানে বা ইতিবাচক অবস্থায় থাকলে তবে জ্যোতিষ পরামর্শ নিয়ে পান্না ধারণ করতে পারেন।

কোষ্ঠীতে বুধের মহাদশা ও অন্তর্দশার প্রভাব থাকলে সেক্ষেত্রে বুধবার পান্না ধারণ করতে পারেন।

শনি, রাহু-কেতুর সঙ্গে মঙ্গল অবস্থান করলে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ মেনে পান্না ধারণ করতে পারেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর