ব্যুরো নিউজ, ৬ জুলাই: বন্যায় বিপর্যস্ত অসম। বন্যায় ঘরছাড়া প্রায় ২৫০০০ মানুষ। ঘরছেড়ে তারা আশ্রয় নিয়েছেন ত্রাণশিবিরে। বন্যার জেরে মৃত্যু হয়েছে প্রায় ৪৬ জনের। আশঙ্কা করা হচ্ছে বন্যার জেরে মৃতের সংখ্যা বাড়তে পারে। কোলঙ্গ, ব্রহ্মপুত্র নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যার জেরে ২৯টি জেলার ২৮০০-রও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত।
প্রকাশ্য রাস্তায় শিবসেনা নেতাকে এলোপাথাড়ি কোপ
বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার
অসমের বন্যা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘অরুণাচল প্রদেশে বন্যার জেরেই অসমে বন্যা হচ্ছে। অরুণাচলের দিক থেকেই অসমের উপরিভাগে জল ঢুকছে, যার জেরে গোটা রাজ্য প্লাবিত হচ্ছে। কিন্তু অরুণাচল প্রদেশই বা কী করবে? ওরাও ভুক্তভোগী। আমাদের সঙ্গে অরুণাচল সরকারের সম্পর্ক ভাল, তাই অন্তত আমরা আগে থেকে সতর্ক হতে পারি।’
অন্যদিকে এই বন্যাকে কেন্দ্র করে অসমের মুখ্যমন্ত্রী আঙুল তুলেছেম চিনের দিকে। তাঁর দাবি, ‘যতক্ষণ পর্যন্ত চিন সীমান্তবর্তী এলাকাগুলিতে বড় জলাধার তৈরি না করছে, ততক্ষণ অসমের বন্যা নিয়ে কিছু করা সম্ভব নয়। অসম থেকে এই বন্যার জল বাংলাদেশেও যাবে।’ চিন জলাধার তৈরি না করলে বন্যার হাত থেকে রেহাই মিলবে না বলেও জানান, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।