arvind kejriwal update

ব্যুরো নিউজ, ২৫ জুন, শর্মিলা চন্দ্র : এখনই জেলমুক্তি হচ্ছে না অরবিন্দ কেজরিওয়ালের। গত সপ্তাহে নিম্ন আদালতে জামিন মিললেও সেই নির্দেশের বিরোধীতা করে দিল্লি হাইকোর্টে যায় ইডি। দিল্লি আদালত জামিনের নির্দেশে অন্তবর্তী স্থগিতাদেশ দেয়। পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে উচ্চ আদালত। অর্থাৎ ততদিন পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলেই থাকতে হবে।

দিল্লি হাইকোর্টের পরবর্তী রায়ের দিকে থাকবে নজর

১৮ তম সংসদ অধিবেশনের শুরুতে কী বার্তা দিলেন নরেন্দ্র মোদী?

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২০ জুন রাতেই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁকে জামিন দেয়। শুক্রবার সকালেই তাঁর তিহাড় জেল থেকে বেড়নোর কথা ছিল। কিন্তু বাধ সাধে ইডি। নিম্ন আদালতের কেজরিওয়ালের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লি হাইকোর্ট জামিনের নির্দেশে স্থগিতাদেশ দেয়। সেই সময় ইডির তরফে আদালতে জানানো হয়, বৃহস্পতিবার রাউস অ্যাভিনিউ আদালতে শুনানির সময় ইডির আইনজীবী বা সলিসিটর জেনারেলকে কোনও বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি। রাউস অ্যাভিনিউ আদালতে ইডি দাবি করেছিল, অন্তত ৪৮ ঘণ্টার জন্য জামিনে স্থগিতাদেশ দেওয়া হোক। কিন্তু সেই দাবি মানেনি আদালত। আর এরপরই শুক্রবার সকালে নিম্ন আদালতে কেজরিওয়ালের জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে যায় ইডি। সেখানেই আপ সুপ্রিমোর জামিনে স্থগিতাদেশ দিয়েছিল আদালত। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় ২৫ জুন।

কিন্তু ততদিন পর্যন্ত অপেক্ষা করতে রাজি নন আপ সুপ্রিমো। রবিবার জামিনের আবেদন নিয়ে শীর্ষ আদালতে র দ্বারস্থ হন কেজরিওয়াল। সেখানেও সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় দিল্লি হাইকোর্টের স্থগিতাদেশ নিয়ে এখনই কোনও রায় দেওয়া সম্ভব নয়। এখন দেখার এই মামলায় দিল্লি হাইকোর্টের পরবর্তী রায় কী হয়। তবে সব মিলিয়ে আপ সুপ্রিমোর যে অস্বস্তি আরও বাড়ল তা বলার অপেক্ষা রাখে না।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর