ব্যুরো নিউজ, ২ জুন : স্বস্তি মিলল না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। রবিবারই তাঁকে ফিরতে হবে তিহাড় জেলে। ১ জুন তাঁর জামিনের মেয়াদ শেষ হয়েছে। ২ জুন তাঁর আত্মসমর্পণ করার কথা।
আদালতে হাজিরা এড়িয়েও নিস্তার নেই! মামলার চার্জ গঠনের আগেই সিআইডি-র হাতে কয়লা মাফিয়া জয়দেব মণ্ডল
সুপ্রিম কোর্টের পর নিম্ন আদালতেও আবেদন না মঞ্জুর
উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ ইডি অরবিন্দ কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নেয়। এর দুই সপ্তাহর মধ্যে তাঁকে তিহার জেলে পাঠানো হয়। অন্যদিকে গ্রেফতারির বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দারস্ত হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপ সুপ্রিমোর দাবি ছিল অরবিন্দ কেজরিওয়াল যাতে নির্বাচনী প্রচারে অংশ নিতে না পারেন তার জন্যই তাকে জেলে পাঠানো হয়েছে। তার এই বক্তব্যের প্রেক্ষিতে শীর্ষ আদালত গত ১০ মে আপ সুপ্রিমোর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। ১ জুন পর্যন্ত তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে আদালত।
এই অবস্থায় গত ২৬ মে অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে জামিনের মেয়াদ আরও সাত দিন বাড়ানোর জন্য আবেদন জানান। বেশ কিছু শারীরিক পরীক্ষা করানোর জন্য জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিলেন আপ সুপ্রিমো। কিন্তু সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট জানানো হয় এই আবেদনরে শুনানি হবে না। পাশাপাশি আদালেতর তরফে এও জানানো হয় যে কেজরিওয়াল জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য নিম্ন আদালতে আবেদন জানাতে পারেন। সেই অনুযায়ী আপ সুপ্রিমো দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানান। কিন্তু নিম্ন আদালত স্থগিতাদেশ দেয়। আগামী ৫ জুন রায়দান। অর্থাৎ ২ জুন কেজরিকে তিহাড়ে ফিরতেই হচ্ছে।