Arvind Kejriwal case

ব্যুরো নিউজ, ২১ জুন : স্বস্তি পেয়েও মিলল না স্বস্তি। ফের আদালতে ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতেই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁকে জামিন দেয়। শুক্রবার সকালেই তাঁর তিহাড় জেল থেকে বেড়নোর কথা ছিল। কিন্তু বাধ সাধলো ইডি। নিম্ন আদালতের কেজরিওয়ালের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লি হাইকোর্ট জামিনের নির্দেশকে স্থগিতাদেশ দিয়েছে।

বন্ধ হতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়ার এককালীন রেস্তোরাঁ! নেপথ্যে কি কারন?

জামিনের নির্দেশে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

BJP Helpline

আপ সুপ্রিমো কেজরিওয়ালের জামিনে স্থগিতাদেশ সম্পর্কে আদালতের তরফে বলা হয়, ‘যতক্ষণ পর্যন্ত হাইকোর্টে মামলার শুনানি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই রায়ে (জামিন) স্থগিতাদেশ রইল।’ উল্লেখ্য এদিন ইডির তরফে আদালতে জানানো হয়, বৃহস্পতিবার রাউস অ্যাভিনিউ আদালতে শুনানির সময় ইডির আইনজীবী বা সলিসিটর জেনারেলকে কোনও বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি। রাউস অ্যাভিনিউ আদালতে ইডি দাবি করেছিল, অন্তত ৪৮ ঘণ্টার জন্য জামিনে স্থগিতাদেশ দেওয়া হোক। কিন্তু সেই দাবি মানেনি আদালত। আর এরপরই শুক্রবার সকালে নিম্ন আদালতে কেজরিওয়ালের জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে যায় ইডি। সেখানেই আপ সুপ্রিমোর জামিনে স্থগিতাদেশ দেয় আদালত। ফলে এখনই জেল থেকে রেহাই মিলছে না দিল্লির মুথ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর