arvind kejriwal

ব্যুরো নিউজ, ২৬ মে : পাক-যোগ নিয়ে এবার বিজেপির নিশানায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ঘটনার সূত্রপাত্র গত শনিবার অর্থাৎ ২৫ মে। ওইদিন দিল্লিতে পরিবারের সঙ্গে ভোট দেওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন অরবিন্দ কেজরিওয়াল। সেই ছবিতে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী মন্ত্রী ফওয়াদ চৌধুরি লেখেন, ‘আমি আশা করছি যে শান্তি ও সদ্ভাবের মাধ্যমে ঘৃণা ও সন্ত্রাসবাদী শক্তির পরাজয় হবে।’

তীব্র দাবদাহ রাজস্থানে, তাপমাত্রা পৌঁছেছে ৫০ ডিগ্রিতে

‘কেজরি পাকিস্তানের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলছে’

তাঁর এই মন্তব্যে চটে গিয়ে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীকে পাল্টা জবাব দিয়ে কেজরিওয়াল লেখেন, ‘চৌধুরি সাহেব, আমি এবং আমার দেশের মানুষ নিজেদের বিষয়, সামলে নেওয়ার জন্য পুরোপুরিভাবে সক্ষম। তার জন্য আপনার টুইটের প্রয়োজন নেই। বর্তমানে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। আপনি নিজের দেশ সামলান। ভারতে যে নির্বাচন হচ্ছে সেটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। সন্ত্রাসবাদের সব থেকে বড় প্রযোজকের হস্তক্ষেপ ভারত বরদাস্ত করবে না।’

অন্যদিকে এই ঘটনার পর বিজেপির দাবি কেজরি পাকিস্তানের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলছে। এই ঘটনা তার প্রমাণ বলে দাবি গেরুয়া শিবিরের। চলতি মে মাসেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভিডিও শেয়ার করে প্রশংসামূলক পোস্ট করেছিলেন পাক মন্ত্রী ফওয়াদ চৌধুরি। পাকিস্তানে রাহুলের মতো কেজরিরও ভালো সমর্থক রয়েছে বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। দিল্লি বিজেপির প্রদেশ অধ্যক্ষ বীরেন্দ্র সচদেবের দাবি, ‘বিদেশি অনুদান গ্রহণকারী অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন করছে পাকিস্তান। সেটাও আবার দিল্লির ভোটের দিনে, পাকিস্তান থেকে সমর্থন জানিয়ে বয়ান, কাকতালীয় হতে পারে না।’

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর