aparajita-adhya-kojagori-lakshmi-puja-2024

ব্যুরো নিউজ ১৪ অক্টোবর : প্রতিবছর ব্যাপক ধুমধামের সঙ্গে কোজাগরী লক্ষ্মীপুজো পালন করেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। কিন্তু এবারের পুজো মরশুমে তিনি মনখারাপের মধ্যে রয়েছেন। তাই, এই বছর তিনি মণ্ডপে গিয়ে ঢাক বাজাননি এবং পাড়ার মহিলাদের সঙ্গে সিঁদুর খেলাতেও অংশ নেননি। দশমীর দিন বিজয়ার শুভেচ্ছা জানানোর পর তিনি স্পষ্ট করে বলেছেন, “যেখানে রক্তমাংসের লক্ষ্মীদের এত অবমাননা, সেখানে এবারে কোনও বিশেষ উদযাপন করব না। নমো নমো করেই লক্ষ্মীপুজো পালন করব।”

কলা পাতায় খাবার খাওয়ার অনেক স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে?আপনি কি জানেন

কেনো এমন সিধান্ত নিলেন তিনি

প্রতিবার অপরাজিতা নিজ হাতে প্রতিমা সাজান এবং ভোগ রান্নায় সক্রিয় থাকেন। তবে এবারের কোজাগরীতে পুজোটি সম্পূর্ণ নিয়ম মাফিক হবে। রবিবার সোশাল মিডিয়ায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি।বেহালার জাগরণী পুজো মানেই অপরাজিতা আঢ্য। পাড়ার পুজোয় তিনি সবসময়ই শামিল থাকেন। অষ্টমীর অঞ্জলি থেকে শুরু করে সিঁদুর খেলা—চারদিন মহাসমারোহে কাটে তার। তবে এবারের পুজোটি ছিল ভিন্নভাবে কাটানোর।অপরাজিতার কথায়, “এই বছর উমা এসেছেন অস্থির পরিস্থিতির মাঝে। কেউ মণ্ডপে গিয়ে পুজো দেখছেন, আবার কেউ ডাক্তারদের সঙ্গে রাত জেগে অনশনে। তবে ঘরের মেয়ে ঘরে এলে তাকে বরণ তো করতেই হয়। তাই নিয়ম মেনেই বেহালা জাগরণীর পুজোয় যোগ দিয়েছিলাম।”

পুজোর শেষে বর্ষার ছোঁয়া গোটা বাংলা

তিনি আরও বলেন, “প্রতিবার আনন্দ নিয়ে মণ্ডপে যাই, ঢাক বাজাই, কিন্তু এবার কিছুই করিনি। যখন বেহালা জাগরণীর পুজোয় হোমযজ্ঞ হচ্ছিল, সেদিনই গিয়েছিলাম। পাড়ার মহিলারা এবার সিঁদুর খেলায় মাতেননি। প্রতিমা বিসর্জনে সবাই নাচেন, তবে এবার কিছুই হচ্ছে না।”

https://youtube.com/shorts/B2mbK1rz87A?si=79MKHa90SKdSsasr

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর