বিজেপিতে যোগ দিলেন অনুরাধা পড়োয়াল
‘বিজেপিতে যোগ দিতে পেরে খুশি’
ব্যুরো নিউজ, ১৬ মার্চ, শর্মিলা চন্দ্র: লোকসভা নির্বাচনের আগে বড় চমক বিজেপিতে। নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের দিনই বিজেপিতে যোগ দিলেন প্রবাদ প্রতিম গায়িকা অনুরাধা পড়োয়াল। ৮০-৯০ এর দশকে তিনি একাধিক হিট গান উপহার দিয়েছেন। পাশাপাশি ভক্তিমূলক সঙ্গীতের জন্যও তিনি পরিচিত। শনিবার নয়াদিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন অনুরাধা পড়োয়াল। বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, সনাতন ধর্মের সাথে গভীর সম্পর্ক রয়েছে এমন দলে যোগ দিতে পেরে খুশি।পাশাপাশি তিনি আরো জানান, এটা আমার সৌভাগ্য যে আমি আজ বিজেপিতে যোগ দিচ্ছি। দলের একাধিক সিনিয়র নেতাদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি ।
পারিবারিক পেনশন তোলার ক্ষেত্রে জারি হল নয়া নিয়ম! কী কী পদক্ষেপ নিতে হবে?
কাজিয়া তৃণমূলে | অফিস ভাঙল ব্যাপারির
বিজেপিতে যোগ দিতে পেরে খুশি’
এতদিন তাঁর সঙ্গীতের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছেছেন। এবার ৬৯ বছর বয়সে রাজনীতির আঙ্গিনায় পা দিয়ে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছতে চান । ১৯৬৯-এ সঙ্গীত শিল্পী অরুণ পড়োয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনুরাধা। তাঁদের দুই সন্তান। আদিত্য ও মেয়ে কবিতা। কয়েক বছর আগে প্রয়াত হন তাঁর ছেলে আদিত্য। তার আগে ১৯৯১ সালে প্রয়াত হন অনুরাধার স্বামী অরুণ পাড়োয়াল। অনেকদিন ধরে গান গাইছিলেন না তিনি। এই বার অনুরাধা এলেন রাজনীতিতে। যোগ দিলেন বিজেপিতে।