Amritpal Singh win

ব্যুরো নিউজ, ৬ জুন : অসমের ডিব্রুগড়ের জেলে থেকেই লোকসভা নির্বাচনে লড়াই। এরপরেও পঞ্জাবের খাদুর সাহিব কেন্দ্র থেকে জয়ী হন পঞ্জাবের ব়্যাডিক্যাল নেতা হিসাবে পরিচিত অমৃতপাল সিং। ১ লক্ষ ৪৫ হাজারের বেশি ভোটে জয়লাভ। আর ওই কেন্দ্রেই দ্বিতীয় স্থান পায় কংগ্রেস ও তৃতীয় স্থানে আম আদমি পার্টি।

অখিলেশের বাসভবনে অভিষেক! ৪৫ মিনিটের বৈঠক! আবার অভিষেকের কাছে রাঘব! কি ‘খেলা’ চলছে?

তবে অমৃতপাল সিং একজন খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা। জাতীয় নিরাপত্তা আইনে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারাতেও মামলা রয়েছে। এছাড়াও তিনি হলেন ইন্দিরা গান্ধীর হত্যাকারীর ছেলে। আর এবারের লোকসভা নির্বাচন জিতে খালিস্তানি নেতাই সোজা চলে গেলেন সাংসদের আসনে।

BJP Helpline

গত বছর ফেব্রুয়ারিতে অমৃতপালকে কেন্দ্র করেই দফায় দফায় উত্তপ্ত হয় পঞ্জাব। খলিস্তানপন্থী অমৃতপাল সিং-এর এক সমর্থককে গ্রেফতার করে পুলিশ। আর তাতে আরও চরমে ওঠে পরিস্থিতি। উন্মত্ত জনতা থানায় আক্রমণ করে। এমনকি ওই  সমর্থককে ছাড়িয়েও আনে। তবে এসবের পেছনে অমৃতপাল সিং ছিল বলেই অভিযোগ। আর এই ঘটনার পর পরই গ্রেফতার হন অমৃতপাল। আর জেলে থেকেই নেমে পড়েন ভোট ময়দানে। আর এবার এক লাফেই জেল থেকে সোজা লোকসভার অন্দরে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর