ব্যুরো নিউজ, ৩০ এপ্রিল: তৃতীয় দফা নির্বাচনের আগে ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার পূর্ব বর্ধমানের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে সভা করেন অমিত শাহ। এই সভা থেকে একের পর এক ইস্যুতে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগেন।এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে বলেন, ‘দিদি-ভাইপো বিজেপিকে ভয় পায়।’
‘অভিযুক্তদের পাতাল থেকে খুঁজে বের করা হবে’
বাংলায় প্রচারে যোগী আদিত্যনাথ! রাজ্য সরকারকে কড়া বার্তা
এরপরই সন্দেশখালি ইস্যুতে মমতা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দিয়ে বলেন, ‘সন্দেশখালির মতো ঘটনা পৃথিবীতে কোথাও হয়নি। এর সঙ্গে যারা যুক্ত তাদের সবার জেলে যাওয়া উচিত। এখানে বিজেপির সরকার হলে এদের কেউ রেহাই পাবে না।’ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে এদিন তৃণমূল সরকারকে হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ বলেন, ‘২০২১-এর বিধানসভা নির্বাচনের পর বিজেপি নেতা-কর্মীদের খুন করেছে তৃণমূল কংগ্রেসের গুণ্ডারা। বিজেপি সরকার গঠনের পর অভিযুক্তদের পাতাল থেকে খুঁজে বের করে জেলে পাঠানো হবে।’
কেন্দ্রের সব প্রকল্প দিদি নিজের নামে চালায় এই অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, ‘নরেন্দ্র মোদির সব প্রকল্প দিদি নিজের নামে চালিয়ে দেয়। কেন্দ্রের পাঠানো টাকা দিদির গুণ্ডারা খেয়ে ফেলেছে। বাংলায় ৩০টি আসন পেলে টাকা মানুষের কাছে চলে আসবে।’ ভাইপোর রাজত্ব এবারে শেষ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন অমিত শাহ। ইডি, সিবিআই তদন্ত নিয়ে বরাবরই কেন্দ্রকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করে অমিত শাহ বলেন, ‘আপনার মন্ত্রীদের ঘর থেকে টাকা উদ্ধার হচ্ছে। একজন মন্ত্রীর ঘর থেকে ৫১ কোটি টাকা পাওয়া গেছে।’ এদের জেলে ভরা উচিত কিনা বলেও প্রশ্ন তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।